চুয়াডাঙ্গা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত দামুড়হুদা উপজেলা পর্যায়ে এসএসসি ৯২ব্যাচের পূনর্মিলনীর প্রস্তুতিসভা ও কমিটি গঠন দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্য বিয়ের আয়োজন:ভ্রাম্যমাণ আদালতে কনের পিতাকে জরিমানা দামুড়হুদা-হাউলী ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে তৃষ্ণাম্তদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত বিতরণ চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় বৃদ্ধ আটক চুয়াডাঙ্গায় দে‌শের স‌র্বোচ্চ দবদা‌হে প্রশংসায় ভাস‌ছে এক পু‌লিশ সদস্য দামুড়হুদায় বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ আদায় দামুড়হুদায় হজ্জ ও ওমরা প্রশিক্ষণ অনুষ্ঠিত  দামুড়হুদায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণের উদ্বোধন করলেন ইউএনও রোকসানা মিতা 

মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

মেহেরপুরের সাবেক সিভিল সার্জন এবং তাবলীগ জামাতের বর্তমান রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলামের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মেহেরপুর জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।

 

বুধবার (১৩ ডিসেম্বর) মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল তাবলীগ জামাতের আয়োজিত এ আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা। আর শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সেই আনুষ্ঠানিকতার।

 

এবারের ইজতেমা মাঠে মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজারের বেশি মুসল্লি সমবেত হয়েছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ১১ জনসহ ভারত থেকেও কয়েকজন মুসল্লি সমবেত হয়েছেন এ ইজতেমা ময়দানে।

 

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জেলা বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয়। জুমার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। আনুমানিক প্রায় দশ হাজারেরও বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।

 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। এছাড়াও ইজতেমা মাঠ প্রাঙ্গনের নিরাপত্তা রক্ষায় শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে।

 

দামুড়হুদায় বাবু জীবননগ‌রে হাফিজ চেয়ারম্যান নির্বাচিত

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মেহেরপুরের আঞ্চলিক ইজতেমা আখেরি মোনাজাতে শেষ হলো

প্রকাশ : ০৬:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

মেহেরপুরের সাবেক সিভিল সার্জন এবং তাবলীগ জামাতের বর্তমান রাজশাহী জেলা আমির ডা. আমিনুল ইসলামের বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মেহেরপুর জেলার তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) অনুষ্ঠিত আখেরি মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করার জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়।

 

বুধবার (১৩ ডিসেম্বর) মেহেরপুর সরকারি কলেজ মাঠে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল তাবলীগ জামাতের আয়োজিত এ আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা। আর শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো সেই আনুষ্ঠানিকতার।

 

এবারের ইজতেমা মাঠে মেহেরপুর জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে কয়েক হাজারের বেশি মুসল্লি সমবেত হয়েছিলেন। এছাড়াও ইন্দোনেশিয়া থেকে ১১ জনসহ ভারত থেকেও কয়েকজন মুসল্লি সমবেত হয়েছেন এ ইজতেমা ময়দানে।

 

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই জেলা বিভিন্ন প্রান্ত হতে মাঠে লোকসমাগম শুরু হয়। জুমার নামাজের সময় ইজতেমার মাঠটি জনসমুদ্রে পরিণত হয়। আনুমানিক প্রায় দশ হাজারেরও বেশি মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নেন।

 

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান জানান, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছিল। র‌্যাব ও পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। এছাড়াও ইজতেমা মাঠ প্রাঙ্গনের নিরাপত্তা রক্ষায় শতাধিক পুলিশ সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেছে।