চুয়াডাঙ্গা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফকে সায়েস্তা করতে বিজিবি যথেষ্ঠ: অধিনায়ক, ৫৯ বিজিবি


চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, সীমান্তে বিএসএফকে সায়েস্তা করার জন্য বিজিবিই যথেষ্ঠ। আগে আমরা প্রতিরোধ করবো, প্রয়োজনে ১৮ কোটি মানুষ যুদ্ধ করবে। কিন্তু জীবন দিয়ে হলেও আমরা সার্বভৌমত্ব রক্ষা করবো।

বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কিবরিয়া আরও বলেন, সীমান্তবাসী মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করে আরামে ঘুমে। বিজিবি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না, আমাকে বল্লে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেল শনিবার সকালে আবারও বাংলাদেশের অভ্যান্ত বিএসএফ’র সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বাংলাদেশিদের উপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা।

 

বার্তাবাজার/এসএইচ





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

বিএসএফকে সায়েস্তা করতে বিজিবি যথেষ্ঠ: অধিনায়ক, ৫৯ বিজিবি

আপডেটঃ ১২:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫


চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেছেন, সীমান্তে বিএসএফকে সায়েস্তা করার জন্য বিজিবিই যথেষ্ঠ। আগে আমরা প্রতিরোধ করবো, প্রয়োজনে ১৮ কোটি মানুষ যুদ্ধ করবে। কিন্তু জীবন দিয়ে হলেও আমরা সার্বভৌমত্ব রক্ষা করবো।

বৃহস্পতিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চৌকা বিওপির বাখের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। কিবরিয়া আরও বলেন, সীমান্তবাসী মাদক ও চোরাচালান মুক্ত সমাজ গঠনে বিজিবিকে সহায়তা করে আরামে ঘুমে। বিজিবি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। ৫০০-১০০০ টাকার জন্য কেউ সীমান্তে যাবেন না, আমাকে বল্লে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো. বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবী, স্কুল ও মাদ্রাসার শিক্ষক,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরআগে ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ’র মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেল শনিবার সকালে আবারও বাংলাদেশের অভ্যান্ত বিএসএফ’র সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বাংলাদেশিদের উপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা।

 

বার্তাবাজার/এসএইচ





Source link