চুয়াডাঙ্গা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

৪০ টাকায় মিলবে ১ কেজি আলু


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবার রাজধানীতে ট্রাকের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২০ নভেম্বর) আলু বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

এর ফলে রাজধানীতে টিসিবির কার্ডধারীরা জনপ্রতি সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চাল ও তিন কেজি আলু কিনতে পারবেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) টিসিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের ১ কোটি কার্ডধারী পরিবারে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের পাশাপাশি ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টি ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং ৩০ টাকায় চাল পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এবার নতুন করে যুক্ত হচ্ছে আলু। একজন কার্ডধারী ৪০ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। আলু বিক্রির এই কার্যক্রম সকাল সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে টিসিবি ভবনে উদ্বোধন করা হবে। এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

হঠাৎ করে আলুর দাম বেড়ে ৬০-৭০ টাকা কেজিতে গিয়ে ঠেকে। এরপর গত ৫ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনে আলু আমদনিতে শুল্ক কমানোর ঘোষণা দেয়।

এতে বলা হয়, ‘আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আলু আমদানিতে যে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে, তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এই শুল্কহ্রাস আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।’ এ মেয়াদ শেষ হতে যাচ্ছে। তারপরও আলুর দাম কমছে না।

আজ রাজধানীর বিভিন্ন বাজারে ৭০ থেকে ৭৫ টাকা দরে আলু বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া নতুন আলুর কেজি ১৪০ টাকা ধরে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, পুরাতন আলু শেষ হয়ে যাচ্ছে। আবার নতুন আলু এখনো তেমন খেত থেকে ওঠেনি। তাই সরবরাহ কমে যাওয়ায় আলুর দাম বাড়ছে।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

৪০ টাকায় মিলবে ১ কেজি আলু

আপডেটঃ ০২:০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪


ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবার রাজধানীতে ট্রাকের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২০ নভেম্বর) আলু বিক্রির এই কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

এর ফলে রাজধানীতে টিসিবির কার্ডধারীরা জনপ্রতি সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চাল ও তিন কেজি আলু কিনতে পারবেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) টিসিবির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্ন আয়ের ১ কোটি কার্ডধারী পরিবারে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের পাশাপাশি ঢাকার ৫০টি ও চট্টগ্রামের ২০টি ট্রাকে ভর্তুকি মূল্যে টিসিবির তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং ৩০ টাকায় চাল পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এবার নতুন করে যুক্ত হচ্ছে আলু। একজন কার্ডধারী ৪০ টাকা কেজি দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন। আলু বিক্রির এই কার্যক্রম সকাল সাড়ে ৯টার দিকে কারওয়ান বাজারে টিসিবি ভবনে উদ্বোধন করা হবে। এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

হঠাৎ করে আলুর দাম বেড়ে ৬০-৭০ টাকা কেজিতে গিয়ে ঠেকে। এরপর গত ৫ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপনে আলু আমদনিতে শুল্ক কমানোর ঘোষণা দেয়।

এতে বলা হয়, ‘আলু আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আলু আমদানিতে যে ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে, তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এই শুল্কহ্রাস আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।’ এ মেয়াদ শেষ হতে যাচ্ছে। তারপরও আলুর দাম কমছে না।

আজ রাজধানীর বিভিন্ন বাজারে ৭০ থেকে ৭৫ টাকা দরে আলু বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া নতুন আলুর কেজি ১৪০ টাকা ধরে বিক্রি হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা জানান, পুরাতন আলু শেষ হয়ে যাচ্ছে। আবার নতুন আলু এখনো তেমন খেত থেকে ওঠেনি। তাই সরবরাহ কমে যাওয়ায় আলুর দাম বাড়ছে।



Source link