সারা দেশের চলমান আইন কলেজসমূহের এলএলবি প্রথম পর্বের পরীক্ষায় গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) চুক্তি আইন ও টর্ট পরীক্ষার প্রশ্নপত্রে বিভ্রান্তি ও নম্বর বন্টন জটিলতা থাকার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলএলবির হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার আইন কলেজের পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, আজকের চুক্তি আইন ও টর্ট পরীক্ষায় ১ নং এর ক প্রশ্নে চুক্তির সাথে সম্মতির ব্যাখ্যা চাওয়া হয়েছে। সম্পর্কের ব্যাখ্যা নাকি পার্থক্যের ব্যাখ্যা সেটি উল্লেখ করা হয়নি। ফলে প্রশ্নটি গুণগতমান হারিয়েছে। প্রশ্নটি বিভ্রান্তিকর বা ভুল হয়েছে। প্রশ্নের চাহিদা মোতাবেক চাহিদা মোতাবেক তারা উত্তর দিতে পারেনি।এছাড়া বিগত পরীক্ষাসহ কোন পরীক্ষাই প্রশ্নপত্রের বিভিন্ন অংশের মান উল্লেখ করা হয় না।ফলে কোন প্রশ্নের কতটুকু লেখা প্রয়োজন যা নিয়ে জটিলতা তৈরি হয়। এ ছাড়াও মাস্টার্স পর্যায়ের পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে “আপনি” সম্ভোধন না করে “তুমি”বলে সম্ভোধন করা হওয়াকে অনেকে খারাপ ভাবে দেখছেন।
এলএলবি পরীক্ষার্থী শামীম জানায়, প্রশ্ন করার সময় স্যারদের আরেকটু মনোযোগী হওয়া প্রয়োজন। প্রশ্নে অনেক ভুল। প্রশ্নপত্রের গুণগতমান ঠিক নেই। এছাড়া প্রশ্নের নাম্বার বন্টন করা নেই।
যোগাযোগ করা হলে ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের আইনজীবী উজ্জ্বল মিয়া জানায়, প্রশ্নে জটিলতা রয়েছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের উচিত শিক্ষার্থীদের ফুল নাম্বার দেয়া।
নাম প্রকাশক না করার শর্তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা জানায়, প্রশ্নে ভুল হয়েছে । তবে আশা করছি খাতা পরিদর্শনকারীরা এ বিষয়ে নাম্বারে একটি সুবিধা প্রদান করবেন। সংশ্লিষ্টদের এ বিষয়ের সতর্ক থাকা উচিত ছিল।