চুয়াডাঙ্গা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সংস্কার কমিশনের কথা আমলে নিচ্ছে না বিএনপি: আমির খসরু


সংস্কার কমিশনের কথা বিএনপি আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও গণঅধিকার পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

‘নির্বাচনের জন্য মাঠ এখনও পরিচ্ছন্ন হয়নি, তাই অপরিচ্ছন্ন মাঠে নির্বাচন দেওয়া যাবে না’- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বর্তমান সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। তিনি বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি জাতীয় সরকার গঠন করবে।

আমির খসরু বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না রাজনৈতিক দলগুলো। যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানাচ্ছি।

বৈঠক শেষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নির্বাচনে সময় ক্ষেপণে কোনো প্রয়োজনীয়তা নেই। এখনই প্রয়োজন কি উপায়ে, কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোডম্যাপ প্রদান করা।

এদিকে, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন জানান, দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো। প্রায় ১ ঘণ্টার পৃথক দুটি বৈঠকে সার্বিক রাজনৈতিক বিষয়, সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

 



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

সংস্কার কমিশনের কথা আমলে নিচ্ছে না বিএনপি: আমির খসরু

আপডেটঃ ০৮:৪৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪


সংস্কার কমিশনের কথা বিএনপি আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজোঁ কমিটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ও গণঅধিকার পরিষদের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

‘নির্বাচনের জন্য মাঠ এখনও পরিচ্ছন্ন হয়নি, তাই অপরিচ্ছন্ন মাঠে নির্বাচন দেওয়া যাবে না’- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদারের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, বর্তমান সংস্কার কমিশন প্রধানরা যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি নয়, তাই তাদের দেয়া বক্তব্য আমলে নিচ্ছে না বিএনপি। তিনি বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি জাতীয় সরকার গঠন করবে।

আমির খসরু বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না রাজনৈতিক দলগুলো। যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানাচ্ছি।

বৈঠক শেষে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, নির্বাচনে সময় ক্ষেপণে কোনো প্রয়োজনীয়তা নেই। এখনই প্রয়োজন কি উপায়ে, কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোডম্যাপ প্রদান করা।

এদিকে, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন জানান, দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো। প্রায় ১ ঘণ্টার পৃথক দুটি বৈঠকে সার্বিক রাজনৈতিক বিষয়, সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।

 



Source link