চুয়াডাঙ্গা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি সহায়তার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ নিশ্চিত করেছেন, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াল্টজ জানান, আমরা কিছুটা পিছু হটেছি।’ তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সঙ্গে সম্পর্কের সব দিক পর্যালোচনা করছে। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ইউরোপীয় সামরিক প্রধানদের নিয়ে আগামী সপ্তাহে প্যারিসে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে, যদি তা না হয়।’

ম্যাক্রোঁ জানান, ইউরোপ একটি ‘নতুন যুগে’ প্রবেশ করেছে। তিনি ইউরোপীয় নেতাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান। তিনি জানান, ফ্রান্স, ইউক্রেনসহ অন্যান্য দেশ মিলে একটি টেকসই শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে। যুক্তরাষ্ট্র ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের প্রথম দিক থেকেই ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে আসছিল। তবে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত আলোচনার পরপরই গত সোমবার মার্কিন সামরিক সহায়তা স্থগিত করা হয়। সেই বৈঠকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ট্রাম্প তাকে বেরিয়ে যেতে বলেন।

তবে গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিতকরণ পুরোপুরি নাকি আংশিক এবং এটি কতদিন স্থায়ী হবে তা স্পষ্ট নয়। সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের শান্তি আলোচনার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন, ‘আসুন কিছু সময়ের জন্য বিরতি দেই, আপনাকে এই বিষয়ে চিন্তা করার সুযোগ দিতে চাই।’

জন র‍্যাটক্লিফ আরও বলেন, জেলেনস্কি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জানিয়েছেন তিনি শান্তির জন্য প্রস্তুত। র‍্যাটক্লিফ যোগ করেন, ‘সামরিক ও গোয়েন্দা সহায়তার ক্ষেত্রে এই বিরতির ফলে আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং এটি শীঘ্রই প্রত্যাহার করা হবে।’ ওয়াল্টজও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আরও নমনীয় মনোভাবের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলে এবং কিছু আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া গেলে প্রেসিডেন্ট ট্রাম্প এই স্থগিতাদেশ পুনর্বিবেচনা করতে পারেন।

সূত্র: বিবিসি

 



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেটঃ ১১:২৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫


যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি সহায়তার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। স্থানীয় সময় গতকাল বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ নিশ্চিত করেছেন, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওয়াল্টজ জানান, আমরা কিছুটা পিছু হটেছি।’ তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সঙ্গে সম্পর্কের সব দিক পর্যালোচনা করছে। এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ইউরোপীয় সামরিক প্রধানদের নিয়ে আগামী সপ্তাহে প্যারিসে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকবে। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে, যদি তা না হয়।’

ম্যাক্রোঁ জানান, ইউরোপ একটি ‘নতুন যুগে’ প্রবেশ করেছে। তিনি ইউরোপীয় নেতাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানান। তিনি জানান, ফ্রান্স, ইউক্রেনসহ অন্যান্য দেশ মিলে একটি টেকসই শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে। যুক্তরাষ্ট্র ২০২২ সালে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের প্রথম দিক থেকেই ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে আসছিল। তবে ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত আলোচনার পরপরই গত সোমবার মার্কিন সামরিক সহায়তা স্থগিত করা হয়। সেই বৈঠকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ট্রাম্প তাকে বেরিয়ে যেতে বলেন।

তবে গোয়েন্দা তথ্য ভাগাভাগি স্থগিতকরণ পুরোপুরি নাকি আংশিক এবং এটি কতদিন স্থায়ী হবে তা স্পষ্ট নয়। সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের শান্তি আলোচনার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং বলেছিলেন, ‘আসুন কিছু সময়ের জন্য বিরতি দেই, আপনাকে এই বিষয়ে চিন্তা করার সুযোগ দিতে চাই।’

জন র‍্যাটক্লিফ আরও বলেন, জেলেনস্কি দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে জানিয়েছেন তিনি শান্তির জন্য প্রস্তুত। র‍্যাটক্লিফ যোগ করেন, ‘সামরিক ও গোয়েন্দা সহায়তার ক্ষেত্রে এই বিরতির ফলে আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং এটি শীঘ্রই প্রত্যাহার করা হবে।’ ওয়াল্টজও যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আরও নমনীয় মনোভাবের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলে এবং কিছু আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া গেলে প্রেসিডেন্ট ট্রাম্প এই স্থগিতাদেশ পুনর্বিবেচনা করতে পারেন।

সূত্র: বিবিসি

 



Source link