বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখা নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে পরিচিতি সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। এসময় জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, বীর মুক্তিযোদ্ধা শাহ মাঈনুল ইসলাম, শহিদুল ইসলাম আবু, অ্যাড. আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু, অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, রণজিৎ বকসী সূর্য্য, আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল,
যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, মো. মতলুবর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম লেবু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজসহ জেলা আওয়ামীলীগের বিভাগীয় সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স ালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা ও প্রচার প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম জামিল।
পরিচিতি সভা শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নেতৃবৃন্দ স্থানীয় পৌরপার্কের বিজয়স্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্প মাল্য অর্পন করেন।
বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্র করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর এ অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে বিলুপ্ত করার চেষ্টা করেছে। এ অপশক্তিকে রাজনীতি থেকে নির্মূল করতে মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতার স্বপক্ষের লোকজনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।
বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তি, একাত্তরের স্বাধীনতার চেতনা বিরোধী শক্তিকে বয়কট করে জনগণ আবারও আওয়ামীলীগকে বিপুল ভোটে নির্বাচিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।