চুয়াডাঙ্গা ০৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয়বারের মতো আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ


নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চলতি নভেম্বর মাসে এটি তৃতীয়বারের মতো ফেরি চলাচল বন্ধ করার ঘটনা।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা এবং কাজিরহাট ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথের নাব্য সংকটের কারণে এই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে প্রভাব পড়ছে। বিশেষ করে এই রুটের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ অনেক বেড়ে যায়।

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন

চলতি নভেম্বর মাসের ১ তারিখ শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা ও ৮ তারিখ শুক্রবার রাত ১১টা থেকে শুক্রবার ৬১ ঘণ্টা ২০ মিনিট এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, এপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা ফেরি নিয়ে বসে আছি, বিআইডব্লিউটিএ উপযোগী করে দিলেই আমরা ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবো।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

তৃতীয়বারের মতো আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেটঃ ০৯:২৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪


নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। চলতি নভেম্বর মাসে এটি তৃতীয়বারের মতো ফেরি চলাচল বন্ধ করার ঘটনা।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আরিচা অ্যাপ্রোচ চ্যানেলে নাব্য সংকটের কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা এবং কাজিরহাট ঘাটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় কিছু সংখ্যক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। নৌপথের নাব্য সংকটের কারণে এই রুটে নিয়মিত যাত্রী এবং পণ্য পরিবহনে প্রভাব পড়ছে। বিশেষ করে এই রুটের যানবাহনগুলোকে বিকল্প পথে যেতে হলে সময় ও খরচ অনেক বেড়ে যায়।

নাব্য সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন

চলতি নভেম্বর মাসের ১ তারিখ শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ৩৭ ঘণ্টা ও ৮ তারিখ শুক্রবার রাত ১১টা থেকে শুক্রবার ৬১ ঘণ্টা ২০ মিনিট এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, এপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে শনিবার সন্ধ্যা ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। আমরা ফেরি নিয়ে বসে আছি, বিআইডব্লিউটিএ উপযোগী করে দিলেই আমরা ফেরি চলাচল স্বাভাবিক করতে পারবো।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



Source link