চুয়াডাঙ্গা ১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর কাঁঠালিয়ায় মোটরসাইকেল চাপায় গৃহবধূ নিহত, আহত ২ হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত ২০০ একর জমি ফেরত দেবে ‘হাইব্রিড মিটিং’ বাতিল, পর্ষদ সভায় আসতে হবে সশরীরে গোপালগঞ্জে বিএনপি’র ব্যানার ছিড়ে আগুনে পোড়ানোর অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাত যেভাবে শুরু | আন্তর্জাতিক দামুড়হুদায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বয়ের অবসর জনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণীর অনশন দামুড়হুদায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ

ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর

যেকোনো মূল্যে সরকার শিক্ষার্থীদের দাবি পূরণে বদ্ধপরিকর উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আহতদের দাবিগুলো যৌক্তিক। এ জন্যই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন।

বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশে অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এতে শহীদদের অবদান আছে। আর যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের সুস্থ হতে আরও সময় লাগতে পারে।

ফরিদা আখতার বলেন, সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আহতদের দাবিগুলো যৌক্তিক। এ জন্যই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ভোররাত পর্যন্ত আমি চিকিৎসাধীন ক্ষুব্ধ আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।

ইলিশ রপ্তানির বিষয়ে উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে আমরা শপথ নিয়েছি দেশের কল্যাণে কাজ করার জন্য। দেশের মানুষ আগে ইলিশ খাবে, পরে রপ্তানি হবে। এছাড়ও বিদেশ থেকে ডিম আমদানি এখনও শুরু হয়নি। আমদানি শুরু হলে দেশের প্রান্তিক খামারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী।

বাংলাদেশ জার্নাল/এফএম

Source link

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর

প্রকাশ : ০৭:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

যেকোনো মূল্যে সরকার শিক্ষার্থীদের দাবি পূরণে বদ্ধপরিকর উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আহতদের দাবিগুলো যৌক্তিক। এ জন্যই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন।

বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশে অন্তর্বর্তী সরকার একটি বিপ্লবের মাধ্যমে এসেছে। আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এতে শহীদদের অবদান আছে। আর যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে তাদের সুস্থ হতে আরও সময় লাগতে পারে।

ফরিদা আখতার বলেন, সরকারের পক্ষ থেকে ভুল-ত্রুটি হয়েছে বলেই চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আহতদের দাবিগুলো যৌক্তিক। এ জন্যই তারা হাসপাতাল ছেড়ে সড়কে নেমে এসেছেন। যেকোনো মূল্যে সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ভোররাত পর্যন্ত আমি চিকিৎসাধীন ক্ষুব্ধ আহতদের সঙ্গে কথা বলেছি। নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহতদের অনেকেই এখনও ক্ষতিপূরণ পাননি। সেটির দ্রুত ব্যবস্থা করা হচ্ছে।

ইলিশ রপ্তানির বিষয়ে উপদেষ্টা বলেন, উপদেষ্টা হিসেবে আমরা শপথ নিয়েছি দেশের কল্যাণে কাজ করার জন্য। দেশের মানুষ আগে ইলিশ খাবে, পরে রপ্তানি হবে। এছাড়ও বিদেশ থেকে ডিম আমদানি এখনও শুরু হয়নি। আমদানি শুরু হলে দেশের প্রান্তিক খামারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী।

বাংলাদেশ জার্নাল/এফএম

Source link