চুয়াডাঙ্গা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের মন্তব্যে নিন্দা


রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তাদের বিরূপ মন্তব্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে বলে মনে করে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রকাশিত সংবাদে এ ধরনের বিরূপ মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব মো. মকছু মিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রেজিস্ট্রেশন বিভাগ দেশের একটি ঐতিহ্যবাহী ও জনসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে দেশের গণমানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। সুদীর্ঘ পথ পরিক্রমায় রেজিস্ট্রেশন বিভাগ আরও জনবান্ধব ও বিপুল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই অনলাইনে দলিল রেজিস্ট্রেশন (ই-রেজিট্রেশন) প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রি ও দলিলে নকল প্রদান সেবাকে জনসাধারণের জন্য আরও সহজ ও আধুনিকীকরণ এর উদ্যোগ নিয়েছে। এ বিভাগের মাধ্যমে বছরে প্রায় ৩৭ লাখ দলিল রেজিস্ট্রেশন, ৪০ লাখ নকল (সার্টিফাইড কপি) সেবা প্রদান করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রেজিস্ট্রেশন বিভাগ প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখে। এই পরিস্থিতিতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদে সরকারের উচ্চ পদস্থ দায়িত্বশীল কর্মকর্তা কর্তৃক রেজিস্ট্রেশন বিভাগকে নিয়ে বিরূপ মন্তব্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন এইরূপ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক আইন উপদেষ্টার সুচিন্তিত দিক নির্দেশনায় রেজিস্ট্রেশন বিভাগের আধুনিকায়ন হবে এবং সেবা সহজিকরণ হবে বলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ় বিশ্বাস করে। উক্ত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

জেবি



সুত্র ঢাকামেইল

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের মন্তব্যে নিন্দা

আপডেটঃ ০৩:১৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪


রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীল কর্মকর্তাদের বিরূপ মন্তব্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে বলে মনে করে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রকাশিত সংবাদে এ ধরনের বিরূপ মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার (১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব মো. মকছু মিয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন রেজিস্ট্রেশন বিভাগ দেশের একটি ঐতিহ্যবাহী ও জনসেবামূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে দেশের গণমানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। সুদীর্ঘ পথ পরিক্রমায় রেজিস্ট্রেশন বিভাগ আরও জনবান্ধব ও বিপুল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যেই অনলাইনে দলিল রেজিস্ট্রেশন (ই-রেজিট্রেশন) প্রক্রিয়ার মাধ্যমে দলিল রেজিস্ট্রি ও দলিলে নকল প্রদান সেবাকে জনসাধারণের জন্য আরও সহজ ও আধুনিকীকরণ এর উদ্যোগ নিয়েছে। এ বিভাগের মাধ্যমে বছরে প্রায় ৩৭ লাখ দলিল রেজিস্ট্রেশন, ৪০ লাখ নকল (সার্টিফাইড কপি) সেবা প্রদান করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, রেজিস্ট্রেশন বিভাগ প্রতি বছর প্রায় ২০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখে। এই পরিস্থিতিতে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদে সরকারের উচ্চ পদস্থ দায়িত্বশীল কর্মকর্তা কর্তৃক রেজিস্ট্রেশন বিভাগকে নিয়ে বিরূপ মন্তব্য জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন এইরূপ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, আইন, বিচার ও সংসদবিষয়ক আইন উপদেষ্টার সুচিন্তিত দিক নির্দেশনায় রেজিস্ট্রেশন বিভাগের আধুনিকায়ন হবে এবং সেবা সহজিকরণ হবে বলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন দৃঢ় বিশ্বাস করে। উক্ত পরিস্থিতিতে সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

জেবি



সুত্র ঢাকামেইল