চুয়াডাঙ্গা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষঃ
টিউলিপ সিদ্দিকির এমপি পদে থাকা নিয়েও শঙ্কা রয়েছে: সিপিডি নির্বাহী পরিচালক নব্য দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জামায়াত আমিরের লাল সন্ত্রাস ঘোষণাকারী মেঘমোল্লার বসুকে গ্রেফতারের দাবি জীবননগরে ১৬ বছর পর ৬৭ একর বিএডিসির জমি উদ্ধার নির্ধারিত সময়েই হবে বিশ্ব ইজতেমা: ঢাকা বিভাগীয় কমিশনার বাংলাদেশ ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ গণহত্যার বিচারের আগে আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: রাশেদ সংবাদ মাধ্যমে কপিরাইট ইনফোর্সমেন্ট খুবই জরুরি শেখ পরিবারের রক্ত থাকায় টিউলিপ সিদ্দিক দুর্নীতিতে জড়িয়েছেন: রিজভী সাগর-রুনি হত্যাকাণ্ডে জিয়াউল আহসানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান পর্তুগিজ মহাতারকা রোনালদো


হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান পর্তুগিজ মহাতারকা রোনালদো

bgdJpXTVJ3 (1)63e1dedb8bde0

হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান পর্তুগিজ মহাতারকা রোনালদো

KKAcUc389O63e1dedb8bacc


স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

ronaldo 6739dd2b1d2a0

৩৯ বছরেও ফুটবল পায়ে আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে গোল করেছেন দুটি, যার দ্বিতীয়টি আবার করেছেন বাইসাইকেল কিকে! এমন ছন্দে থাকা রোনালদোকেও ম্যাচ শেষে অবসর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো।

অবসর নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছু ভাবেননি রোনালদো। আর এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতেও চান না তিনি। কোনো একদিন হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান এই পর্তুগিজ মহাতারকা।

পোল্যান্ড ম্যাচ শেষে তেমন ইঙ্গিত দিয়ে রোনালদো বলেছেন, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। আগে থেকে কোনো ঘোষণা করব না। হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’

ক্যারিয়ারের এই সময়টা শুধুই উপভোগ করতে চান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দু’বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ বছর হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যত দিন তাগিদ থাকবে তত দিন খেলব। যেদিন কোনো অনুপ্রেরণা থাকবে না সে দিন অবসর নেব।’

চলতি মৌসুম দারুণ ছন্দে আছেন রোনালদো। সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে এরই মধ্যে ১০টি গোল করেছেন, আর সহায়তা করেছেন তিনটি গোলে।

পর্তুগালের জার্সিতে এবারের নেশনস লিগে চার ম্যাচে পাঁচ গোল করেছেন। দেশের হয়ে পৌঁছে গেছেন ১৩৫ গোলের চূড়ায়।

এসএফ





Source link

প্রসংঙ্গ :
avashnews

টিউলিপ সিদ্দিকির এমপি পদে থাকা নিয়েও শঙ্কা রয়েছে: সিপিডি নির্বাহী পরিচালক

avashnews

Powered by WooCommerce

হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান পর্তুগিজ মহাতারকা রোনালদো

আপডেটঃ ০৬:২৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪


হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান পর্তুগিজ মহাতারকা রোনালদো

bgdJpXTVJ3 (1)63e1dedb8bde0

হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান পর্তুগিজ মহাতারকা রোনালদো

KKAcUc389O63e1dedb8bacc


স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৬:১১ পিএম

ronaldo 6739dd2b1d2a0

৩৯ বছরেও ফুটবল পায়ে আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে গোল করেছেন দুটি, যার দ্বিতীয়টি আবার করেছেন বাইসাইকেল কিকে! এমন ছন্দে থাকা রোনালদোকেও ম্যাচ শেষে অবসর নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলো।

অবসর নিয়ে এখনো নির্দিষ্ট করে কিছু ভাবেননি রোনালদো। আর এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবতেও চান না তিনি। কোনো একদিন হুট করেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিতে চান এই পর্তুগিজ মহাতারকা।

পোল্যান্ড ম্যাচ শেষে তেমন ইঙ্গিত দিয়ে রোনালদো বলেছেন, ‘জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব অনেক ভেবেচিন্তে। আগে থেকে কোনো ঘোষণা করব না। হঠাৎ করেই সিদ্ধান্ত হবে।’

ক্যারিয়ারের এই সময়টা শুধুই উপভোগ করতে চান সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, ‘এখন আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা যদি বলেন, সেটা এক দিন আসবেই। হয়তো আরও এক-দু’বছর পরে। আমি জানি না। দ্রুত আমার বয়স ৪০ বছর হবে। তাই এখন সময়টা উপভোগ করতে চাই। যত দিন তাগিদ থাকবে তত দিন খেলব। যেদিন কোনো অনুপ্রেরণা থাকবে না সে দিন অবসর নেব।’

চলতি মৌসুম দারুণ ছন্দে আছেন রোনালদো। সৌদি প্রো লিগ ক্লাব আল নাসরের হয়ে এরই মধ্যে ১০টি গোল করেছেন, আর সহায়তা করেছেন তিনটি গোলে।

পর্তুগালের জার্সিতে এবারের নেশনস লিগে চার ম্যাচে পাঁচ গোল করেছেন। দেশের হয়ে পৌঁছে গেছেন ১৩৫ গোলের চূড়ায়।

এসএফ





Source link