চুয়াডাঙ্গা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চেন্নাইয়ের রহস্যময় পোস্ট, ধোনির দলে খেলবেন সাকিব?


image 372256

ক্রিকেটবিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। ক্রিকেট দুনিয়াই পাল্টে দিয়েছে আইপিএল। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামীদামী ক্রিকেটাররা। অনেক সময় জাতীয় দলের খেলাকে উপেক্ষা করেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকেন ক্রিকেটাররা। কেননা, আইপিএলে যেমন আছে অর্থের ঝনঝনানি তেমনি রাতারাতি তারকা খ্যাতিও মিলে।

বাংলাদেশের অনেক ক্রিকেটারই খেলে থাকেন আইপিএলে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আইপিএলে খেলেছেন সাকিব আল হাসান। ২০২৫ সালে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। তবে এখন পর্যন্ত আসন্ন আইপিএলে দল পায়নি সাকিব। সাকিব আইপিএলে কোন দলে খেলবেন তা জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আসন্ন আইপিএলে সাকিবকে কারা দলে ভেড়াতে পারে, এমন একটি আভাস পাওয়া গেছে। টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। চেন্নাই সুপার কিংস ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।

চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই চার দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে মাথিশা পাথিরানাকে ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসন্ন মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায়। আর নিলামে তাদের ওপর নজর রাখে। চেষ্টা করে দলে ভেড়ানোর। আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আজ একটি পোস্ট করেছে। যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডার কে? এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন, এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই। আসন্ন আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

সাকিবের আইপিএল ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শিরোপা জিতেছেন দুবার। অংশ নিয়েছেন মোট আটটি আসরে। টুর্নামেন্টে ৭১ ম্যাচে সাকিবের রান ৭৯৩, উইকেট ৬৩টি। এমন একজনকে চেন্নাই দলে নেবে কি না, সেটি জানা যাবে আগামী ২৪ ও ২৫ নভেম্বরের নিলামে।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এনবিডব্লিউ)





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

চেন্নাইয়ের রহস্যময় পোস্ট, ধোনির দলে খেলবেন সাকিব?

আপডেটঃ ০২:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪


image 372256

ক্রিকেটবিশ্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে মাতামাতি থাকে সবচেয়ে বেশি। ক্রিকেট দুনিয়াই পাল্টে দিয়েছে আইপিএল। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলতে মুখিয়ে থাকে বিশ্বের নামীদামী ক্রিকেটাররা। অনেক সময় জাতীয় দলের খেলাকে উপেক্ষা করেও ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত থাকেন ক্রিকেটাররা। কেননা, আইপিএলে যেমন আছে অর্থের ঝনঝনানি তেমনি রাতারাতি তারকা খ্যাতিও মিলে।

বাংলাদেশের অনেক ক্রিকেটারই খেলে থাকেন আইপিএলে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আইপিএলে খেলেছেন সাকিব আল হাসান। ২০২৫ সালে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। তবে এখন পর্যন্ত আসন্ন আইপিএলে দল পায়নি সাকিব। সাকিব আইপিএলে কোন দলে খেলবেন তা জানতে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আসন্ন আইপিএলে সাকিবকে কারা দলে ভেড়াতে পারে, এমন একটি আভাস পাওয়া গেছে। টুর্নামেন্টের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে মেগা নিলাম। তার আগে দলগুলো সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। চেন্নাই সুপার কিংস ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছে।

চেন্নাইয়ের ধরে রাখা ক্রিকেটারের তালিকায় আছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দেশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে। এই চার দেশি ক্রিকেটারের পাশাপাশি একমাত্র বিদেশি হিসেবে মাথিশা পাথিরানাকে ধরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি।

আসন্ন মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজায়। আর নিলামে তাদের ওপর নজর রাখে। চেষ্টা করে দলে ভেড়ানোর। আর তাদের পরিকল্পনার কিছুটা ছাপ থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চেন্নাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে আজ একটি পোস্ট করেছে। যেখানে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছে তারা। ক্যাপশনে লিখেছে জাদেজার জমজ অলরাউন্ডার কে? এই ছবি আর ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মিল খুঁজে পাচ্ছেন। আর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ধরেই নিচ্ছেন, এবারের নিলাম থেকে সাকিবকে দলে ভেড়াতে যাচ্ছে চেন্নাই। আসন্ন আইপিএলের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

সাকিবের আইপিএল ক্যারিয়ার যথেষ্ট সমৃদ্ধ। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে শিরোপা জিতেছেন দুবার। অংশ নিয়েছেন মোট আটটি আসরে। টুর্নামেন্টে ৭১ ম্যাচে সাকিবের রান ৭৯৩, উইকেট ৬৩টি। এমন একজনকে চেন্নাই দলে নেবে কি না, সেটি জানা যাবে আগামী ২৪ ও ২৫ নভেম্বরের নিলামে।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এনবিডব্লিউ)





Source link