চুয়াডাঙ্গা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মীকে গুলি, পরে কুপিয়ে হত্যা


পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে গুলি ও পরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০২৩ সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন ওয়ালিফ হোসেন মানিক। সেই মামলায় সম্প্রতি জামিন পান তিনি। সোমবার সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাবার পরপরই আট থেকে ১০ জন এসে মানিককে প্রথমে গুলি করে। এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতাকর্মীরা!

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

ছাত্রলীগ কর্মী মনা হত্যাকাণ্ডের জের ধরেই মানিককে খুন করা হয়েছে বলে ধারণা নিহতের স্বজন ও পুলিশের।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

প্রকাশ্য দিবালোকে যুবলীগ কর্মীকে গুলি, পরে কুপিয়ে হত্যা

আপডেটঃ ০৭:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪


পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্যে দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে গুলি ও পরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানিক পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০২৩ সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন ওয়ালিফ হোসেন মানিক। সেই মামলায় সম্প্রতি জামিন পান তিনি। সোমবার সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যাবার পরপরই আট থেকে ১০ জন এসে মানিককে প্রথমে গুলি করে। এরপর সে পড়ে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান তারা।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়ালেন বিএনপি নেতাকর্মীরা!

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

ছাত্রলীগ কর্মী মনা হত্যাকাণ্ডের জের ধরেই মানিককে খুন করা হয়েছে বলে ধারণা নিহতের স্বজন ও পুলিশের।



সুত্র লিংক