ফরিদপুরের সালথায় আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোগীদের পেশাভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার জেলা মাল্টিপারপাস হল রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
শুভ উদ্বোধন শেষে আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সুখ দুঃখের কথা শোনেন। এরপর ভূমি অফিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তন্ময় ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক প্রমূখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকি।
আশ্রয়ণ-২ প্রকল্পে উপকারভোগীদের পেশাভিত্তিক প্রশিক্ষণের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন। আপনার সন্তানকে পার্শ্ববর্তী স্কুলে পাঠান। তারা লেখাপড়া করে আমাদের মত অফিসার হতে পারবে, দেশের উন্নয়নে আত্মনিয়োগ করবে। সবাই মিলে নতুন করে দেশটা গড়ে তুলবো।
তিনি আরও বলেন, আপনাদেরকে ১০ দিনের পেশা ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। আপনারা এই প্রশিক্ষণ শেষে নিজে নিজে স্বাবলম্বী হিসেবে বিভিন্ন পেশায় আত্মনিয়োগ করবেন। আপনারা সবাই আশ্রয়ণ প্রকল্পের ঘরে নিয়মিত বসবাস করবেন। যদি কেউ ঘরে না থাকেন, তাহলে তার ঘরের বরাদ্দ বাতিল করা হবে। আপনাদের যেকোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদের পাশে সব সময় আছি।