বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক-আইজিপি হলেন বাহারুল আলম।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার (২০ নভেম্বর) বিকালে বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর পর বাংলাদেশ পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়েছে।
শেখ হাসিনা পালায়নের পর আত্মগোপনে চলে যান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আত্মগোপনে থাকা অবস্থাতেই তাকে সরিয়ে ৩২তম আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মোহাম্মদ ময়নুল ইসলাম। ৩ মাসের মধ্যে তাকে সরিয়ে বাহারুলকে নিয়োগ দিয়েছে সরকার।