চুয়াডাঙ্গা ০১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের রোডম্যাপ দিন, অনেক বিতর্কের অবসান হবে: ফখরুল 


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিলম্ব না করে নির্বাচনের রোডম্যাপ দিন, তাহলেই অনেক বিতর্কের অবসান হবে। মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হবে। ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ ফ্যাসিবাদকে সুযোগ দিবে না, তাদের আধিপত্য মেনে নিবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্তিতিশীলতা দিতে পারে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২০ নভেম্বর বুধবার ছাগলনাইয়া উপজেলার পুরাতন আদালত পাড়া মাঠে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।

এদিকে দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামের পর ফেনীর ছাগলনাইয়াতে অনুষ্ঠিত হয়েছে বিএনপির জনসভা। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী-১ আসন বিএনপির উদ্যোগে আযোজিত জনসভাটি একপর্যায় জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে কানায় কানায় ভরে তোলে। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বিশাল জনসভাটি বিকেল ৩টায় শুরু হযে চলে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন ও সদস্য আবু তালেব।





সুত্র লিংক

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ

নির্বাচনের রোডম্যাপ দিন, অনেক বিতর্কের অবসান হবে: ফখরুল 

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

নির্বাচনের রোডম্যাপ দিন, অনেক বিতর্কের অবসান হবে: ফখরুল 

প্রকাশ : ০১:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিলম্ব না করে নির্বাচনের রোডম্যাপ দিন, তাহলেই অনেক বিতর্কের অবসান হবে। মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হবে। ফ্যাসিবাদ ভারত থেকে সুযোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ ফ্যাসিবাদকে সুযোগ দিবে না, তাদের আধিপত্য মেনে নিবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্তিতিশীলতা দিতে পারে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ২০ নভেম্বর বুধবার ছাগলনাইয়া উপজেলার পুরাতন আদালত পাড়া মাঠে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেন।

এদিকে দীর্ঘ ১৭ বছর লড়াই-সংগ্রামের পর ফেনীর ছাগলনাইয়াতে অনুষ্ঠিত হয়েছে বিএনপির জনসভা। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনী-১ আসন বিএনপির উদ্যোগে আযোজিত জনসভাটি একপর্যায় জনসমুদ্রে পরিণত হয়। দুপুর থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে কানায় কানায় ভরে তোলে। এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। বিশাল জনসভাটি বিকেল ৩টায় শুরু হযে চলে বিকাল ৫টা পর্যন্ত।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভা সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন ও সদস্য আবু তালেব।





সুত্র লিংক