চুয়াডাঙ্গা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাঙা‌মা‌টির চার নারী কৃ‌তি ক্রীড়া‌বিদকে গনসংবর্ধনা


ফুটবল‌কে ধারন ক‌রে পরপর দুবার সাফ রাজ্য জয় করা রাঙামা‌টির গর্ব তিন ফুটবলার রুপনা, ঋতু, ম‌নিকা এবং হুইসেল বা‌জি‌য়ে পু‌রো মাঠ দা‌পি‌য়ে বেড়া‌নো রাঙামা‌টির আ‌রেক রত্ন জয়া‌কে সব‌কিছু উজার ক‌রে সংবর্ধনা দি‌য়ে‌ছে রাঙামা‌টিবাসী।

শনিবার সকাল সাড়ে ১১ টায় রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা দেওয়া হয়। এ‌তে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক,সাংস্কৃ‌তিক ও ক্রীড়া সংগঠন সংবর্ধনা অনুষ্ঠা‌নে অংশ নেন।

এর আ‌গে সকাল ১০টায় রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত তিনটি ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাসহ তাদের সাবেক ফুটবল কোচ, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাঙামাটির কৃতি সন্তান ‌ফিফা রেফারী জয়া চাকমাসহ পুলিশের ব্যান্ড পার্টি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে। গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেল বাংলাদেশ পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে পুরো শহর প্রদক্ষিণ করে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে গিয়ে শেষ ক‌রে।

প‌রে সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রশাসনসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দল, ক্রীড়া, সামা‌জিক সংগঠন থে‌কে প্রত্যেক নারী খে‌লোয়াড়দের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তু‌লে দেওয়া হয়।

অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পৌর প্রশাসক নাসরিন সুলতানা, জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মামুনুর রশিদ, জেলা জামায়াত আমির আব্দুল আলিম, সাধারন সম্পাদক মনসুরুল হক উপ‌স্থিত ছি‌লেন।





সুত্র আলোকিত বাংলাদেশ

প্রসংঙ্গ :

উপদেষ্টাদের অধিকাংশের রাষ্ট্র পরিচালনায় ধারণা কম: নূর

avashnews

Powered by WooCommerce

রাঙা‌মা‌টির চার নারী কৃ‌তি ক্রীড়া‌বিদকে গনসংবর্ধনা

আপডেটঃ ০৯:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪


ফুটবল‌কে ধারন ক‌রে পরপর দুবার সাফ রাজ্য জয় করা রাঙামা‌টির গর্ব তিন ফুটবলার রুপনা, ঋতু, ম‌নিকা এবং হুইসেল বা‌জি‌য়ে পু‌রো মাঠ দা‌পি‌য়ে বেড়া‌নো রাঙামা‌টির আ‌রেক রত্ন জয়া‌কে সব‌কিছু উজার ক‌রে সংবর্ধনা দি‌য়ে‌ছে রাঙামা‌টিবাসী।

শনিবার সকাল সাড়ে ১১ টায় রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা দেওয়া হয়। এ‌তে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক,সাংস্কৃ‌তিক ও ক্রীড়া সংগঠন সংবর্ধনা অনুষ্ঠা‌নে অংশ নেন।

এর আ‌গে সকাল ১০টায় রাঙামাটির ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত তিনটি ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাসহ তাদের সাবেক ফুটবল কোচ, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রাঙামাটির কৃতি সন্তান ‌ফিফা রেফারী জয়া চাকমাসহ পুলিশের ব্যান্ড পার্টি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে। গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেল বাংলাদেশ পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে পুরো শহর প্রদক্ষিণ করে বনরূপা হয়ে মারী স্টেডিয়ামে গিয়ে শেষ ক‌রে।

প‌রে সংবর্ধনা অনুষ্ঠা‌নে প্রশাসনসহ বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক দল, ক্রীড়া, সামা‌জিক সংগঠন থে‌কে প্রত্যেক নারী খে‌লোয়াড়দের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট তু‌লে দেওয়া হয়।

অনুষ্ঠা‌নে অ‌তি‌থি হি‌সে‌বে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি: জেনারেল শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পৌর প্রশাসক নাসরিন সুলতানা, জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মামুনুর রশিদ, জেলা জামায়াত আমির আব্দুল আলিম, সাধারন সম্পাদক মনসুরুল হক উপ‌স্থিত ছি‌লেন।





সুত্র আলোকিত বাংলাদেশ