চুয়াডাঙ্গা ০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জয়সওয়ালের শতকে এক সুতায় তিন প্রজন্ম পার্থে


চলতি বছর টেস্ট ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটার ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এ বছর ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর। একাধিক অর্ধশতকের ইনিংসও। ব্যাটিং গড়ে অনেক এগিয়ে। গত বছরের জুলাইতে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন তিনি। এই সময়ে ৮টি ফিফটি ও ৪ সেঞ্চুরিতে ১ হাজার ৮৪ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট; একই সঙ্গে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচ এই ভারতীয় তরুণের। পার্থে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়ার উইকেটে তিনি কি সফল হতে পারবেন? 

কিন্তু যার নামে যশস্বী, চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন তাকে আটকায় কে। পার্থে যশস্বী জয়সওয়ালের ১৬১ রানের ইনিংসে চালকের আসনে ভারত। পার্থে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়সওয়ালকে যেনো সেই পুরনো মেজাজে দেখলো ক্রিকেট প্রেমীরা। তৃতীয় দিনে নিজের নামের পাশে ৯০ রানে ব্যাট করতে নামেন যশস্বী। এরপর বাকিটা সময় যেনো এই তরুণের ব্যাটে দেখালো হাল ছাড়তে আসেনি ভারত।

000_ARP3110987-e1643874203259

পর্থে শতরান থেকে ৫ রান দুরে জয়সওয়াল। তখন যে ওভার-বাউন্ডারিতে শতক হাকালেন পার্থে ২২ বছর বয়সী এই তরুণ, শটটা যেন কিছুতেই চোখের সামনে থেকে সরছে না। ওভাবেও খেলা যায়! এরকম ভয়ঙ্কর বাউন্সার। বেশির ভাগ ব্যাটারই সেটা ডাক করবেন। তবে যশস্বী জয়সওয়াল অদ্ভূত ভাবে আপার কাট খেললেন। সেটা প্রপার আপার কাটও বলা যায় কি না, বলা কঠিন। আর সেটা গিয়ে পড়ল সরাসরি বাউন্ডারির বিজ্ঞাপনী বোর্ডে।

GdHxoEwagAAvuz9

জায়ান্ট স্ক্রিনে সেকেন্ড চেক হতেই সেলিব্রেশন শুরু। শুধুই কি যশস্বী! গ্যালারি, ডাগআউট সকলেই উচ্ছ্বাসে সামিল হলেন। ডাগ আউটে রিয়্যাকশন দেখা গেল বিরাট কোহলির। সেই মুহূর্তে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল। তিন প্রজন্মকে মিলিয়ে দিল পারথ। ভারতীয় ক্রিকেটের সুপার স্টারদের আঁতুরঘরও বলা যায় পার্থকে। ১৮ বছরের শচীত প্রথম অস্ট্রেলিয়া সফর। 

পার্থেই সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন, আগামী একটা প্রজন্ম শাসন করবেন তিনিই। টেন্ডুলকার পরবর্তী সময়ে সেই ক্রিকেটার হয়ে উঠেছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে কিং কোহলি নামেই পরিচিত। প্রথম অস্ট্রেলিয়া সফরে পার্থে সেঞ্চুরি করেছিলেন ২৩ বছরের কোহলি। এবার সেই তালিকায় যোগ হল ২২ বছরের যশস্বী জয়সওয়ালের নাম।

391553

প্রথম অস্ট্রেলিয়া সফর, প্রথম টেস্ট, দুর্দান্ত সেঞ্চুরি। ডাগ আউটে বিরাট কোহলি ব্যাটিংয়ের অপেক্ষায়। যশস্বী সেঞ্চুরিতে পৌঁছতেই দাঁড়িয়ে পড়লেন। এক গাল হাসি, হাত তালিতে সেলিব্রেশন। জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ল অনুষ্কা শর্মার সেলিব্রেশনও। তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস আটকানো যায় না। তবে যশস্বী যে সেঞ্চুরির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন, সেই ধারা বজায় রেখেছেন। 

তবে ১৬১ রানে বিদায় নিতে হয় এই তরুণ ব্যাটারকে। এরপর অবশ্য ক্রিকেট প্রেমীদের একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পার্থ কি পরবর্তী প্রজন্মের সেরা ক্রিকেটারের জন্ম দিল! 



সুত্র ঢাকামেইল

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

জয়সওয়ালের শতকে এক সুতায় তিন প্রজন্ম পার্থে

আপডেটঃ ০২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪


চলতি বছর টেস্ট ক্রিকেটে অন্যতম ধারাবাহিক ব্যাটার ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। এ বছর ইতিমধ্যেই তিনটি সেঞ্চুরি রয়েছে তাঁর। একাধিক অর্ধশতকের ইনিংসও। ব্যাটিং গড়ে অনেক এগিয়ে। গত বছরের জুলাইতে অভিষেক হওয়ার পর এখনো পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছেন তিনি। এই সময়ে ৮টি ফিফটি ও ৪ সেঞ্চুরিতে ১ হাজার ৮৪ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়াতে প্রথম টেস্ট; একই সঙ্গে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে প্রথম ম্যাচ এই ভারতীয় তরুণের। পার্থে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। প্রশ্ন উঠেছিল অস্ট্রেলিয়ার উইকেটে তিনি কি সফল হতে পারবেন? 

কিন্তু যার নামে যশস্বী, চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন তাকে আটকায় কে। পার্থে যশস্বী জয়সওয়ালের ১৬১ রানের ইনিংসে চালকের আসনে ভারত। পার্থে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়সওয়ালকে যেনো সেই পুরনো মেজাজে দেখলো ক্রিকেট প্রেমীরা। তৃতীয় দিনে নিজের নামের পাশে ৯০ রানে ব্যাট করতে নামেন যশস্বী। এরপর বাকিটা সময় যেনো এই তরুণের ব্যাটে দেখালো হাল ছাড়তে আসেনি ভারত।

000_ARP3110987-e1643874203259

পর্থে শতরান থেকে ৫ রান দুরে জয়সওয়াল। তখন যে ওভার-বাউন্ডারিতে শতক হাকালেন পার্থে ২২ বছর বয়সী এই তরুণ, শটটা যেন কিছুতেই চোখের সামনে থেকে সরছে না। ওভাবেও খেলা যায়! এরকম ভয়ঙ্কর বাউন্সার। বেশির ভাগ ব্যাটারই সেটা ডাক করবেন। তবে যশস্বী জয়সওয়াল অদ্ভূত ভাবে আপার কাট খেললেন। সেটা প্রপার আপার কাটও বলা যায় কি না, বলা কঠিন। আর সেটা গিয়ে পড়ল সরাসরি বাউন্ডারির বিজ্ঞাপনী বোর্ডে।

GdHxoEwagAAvuz9

জায়ান্ট স্ক্রিনে সেকেন্ড চেক হতেই সেলিব্রেশন শুরু। শুধুই কি যশস্বী! গ্যালারি, ডাগআউট সকলেই উচ্ছ্বাসে সামিল হলেন। ডাগ আউটে রিয়্যাকশন দেখা গেল বিরাট কোহলির। সেই মুহূর্তে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল। তিন প্রজন্মকে মিলিয়ে দিল পারথ। ভারতীয় ক্রিকেটের সুপার স্টারদের আঁতুরঘরও বলা যায় পার্থকে। ১৮ বছরের শচীত প্রথম অস্ট্রেলিয়া সফর। 

পার্থেই সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন, আগামী একটা প্রজন্ম শাসন করবেন তিনিই। টেন্ডুলকার পরবর্তী সময়ে সেই ক্রিকেটার হয়ে উঠেছেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে কিং কোহলি নামেই পরিচিত। প্রথম অস্ট্রেলিয়া সফরে পার্থে সেঞ্চুরি করেছিলেন ২৩ বছরের কোহলি। এবার সেই তালিকায় যোগ হল ২২ বছরের যশস্বী জয়সওয়ালের নাম।

391553

প্রথম অস্ট্রেলিয়া সফর, প্রথম টেস্ট, দুর্দান্ত সেঞ্চুরি। ডাগ আউটে বিরাট কোহলি ব্যাটিংয়ের অপেক্ষায়। যশস্বী সেঞ্চুরিতে পৌঁছতেই দাঁড়িয়ে পড়লেন। এক গাল হাসি, হাত তালিতে সেলিব্রেশন। জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ল অনুষ্কা শর্মার সেলিব্রেশনও। তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্সে উচ্ছ্বাস আটকানো যায় না। তবে যশস্বী যে সেঞ্চুরির পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন, সেই ধারা বজায় রেখেছেন। 

তবে ১৬১ রানে বিদায় নিতে হয় এই তরুণ ব্যাটারকে। এরপর অবশ্য ক্রিকেট প্রেমীদের একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পার্থ কি পরবর্তী প্রজন্মের সেরা ক্রিকেটারের জন্ম দিল! 



সুত্র ঢাকামেইল