চুয়াডাঙ্গা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সাফজয়ী দলের বন্ডিং নষ্ট করার চেষ্টার অভিযোগ গেছে প্রধান উপদেষ্টার কাছে


টিম বন্ডিং নষ্ট হয়, মনোমালিন্য হয়। দিনশেষে আমরা সবার সাপোর্ট নিলাম, আমরা দুজন গেলাম বাকিরা পিছে পরে গেলো। পরবর্তীতে চ্যাম্পিয়ন বলেন আর প্রশিক্ষণ, সেই সাপোর্টটা আমরা আর পাবো না। এভাবে নিজের আক্ষেপের কথা বলছিলেন সাফজয়ী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে শনিবার সাক্ষাৎ করেছে সাফজয়ী দলের ফুটবলাররা। তবে এই দলের সাথে থাকা ৬ সদস্যকে বাদ দেওয়া হয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের তালিকা থেকে। কেন এই ৬ সদস্য যেতে পারলেন না? কারা বাদ রেখেছেন এটার খুজ নিতে ড. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলেছেন সাফ জয়ী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ফিরে বাফুফেতে গণমাধ্যমে সাথে কথা বলেছেন মাহমুদা আক্তার। এ সময় তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টা স্যারের সাথে কথা বলেছি। কেন দলের প্রধান কোচ আর ম্যানেজার? আমার দলের বাকি সদস্যরা কেন নয়?

স্যার আমার কাছ থেকে জানতে চেয়েছে কী সমস্যা তুমি বলো? বলেছি সমস্যাটা আমি নিজেই জানি না, আমি আপনাকে কিভাবে বলবো। স্যার বলেছে, খেলোয়াড়রা জানে? আমি বলেছি, এই অফিসিয়াল ব্যাপারগুলো খেলোয়াড়রা জানবে না। আমি জানি না, কেন আমাদের দুই তিনজনকে এখানে আনা হয়েছে, আমার দলের বাকি ৬জন নেই। আমার কাছে জানতে চাইলো, ৬জন কে কে? দলের গোল কিপার কোচ নেই, ফিজিও নেই, সহকারী কোচ নেই। এই দলের পিছনে যারা কাজ করলো, আমরা আপনার কাছে এসেছি বাকিরা কেন আসতে পারেনি? এটা স্যার আপনি একটু নজরদারি করবেন। কে এটার দায়িত্ব নিয়েছে আমি নিজেই জানিনা। আমি আশাবাদী স্যার বলেছে তাদেরকেও নেওয়া হবে (যমুনায়)।

দলের ম্যানেজার মাহমুদা আক্তার আরো বলেন, গত বছরও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। যেখানে আমন্ত্রণ করেছে আমরা পুরো দলই গিয়েছি। স্যারকে বলেছি, কেন এবার এটা ব্যতিক্রম? আপনার লোক দ্বারা এটা জানার চেষ্টা করবেন। এটা আসলে টিম বন্ডিং নষ্ট হয়, মনোমালিন্য সৃষ্টি হয়। দিনশেষে আমরা সবার সাপোর্ট নিলাম, আমরা দুজন গেলাম বাকিরা পিছে পরে গেলো। পরবর্তীতে চ্যাম্পিয়ন বলেন আর প্রশিক্ষণ, সেই সাপোর্টটা আমরা আর পাবো না।

 

বার্তাবাজার/এসএইচ

 





Source link

প্রসঙ্গঃ
জনপ্রিয় সংবাদ
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সাফজয়ী দলের বন্ডিং নষ্ট করার চেষ্টার অভিযোগ গেছে প্রধান উপদেষ্টার কাছে

প্রকাশ : ১১:২৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪


টিম বন্ডিং নষ্ট হয়, মনোমালিন্য হয়। দিনশেষে আমরা সবার সাপোর্ট নিলাম, আমরা দুজন গেলাম বাকিরা পিছে পরে গেলো। পরবর্তীতে চ্যাম্পিয়ন বলেন আর প্রশিক্ষণ, সেই সাপোর্টটা আমরা আর পাবো না। এভাবে নিজের আক্ষেপের কথা বলছিলেন সাফজয়ী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে শনিবার সাক্ষাৎ করেছে সাফজয়ী দলের ফুটবলাররা। তবে এই দলের সাথে থাকা ৬ সদস্যকে বাদ দেওয়া হয় প্রধান উপদেষ্টার সাক্ষাতের তালিকা থেকে। কেন এই ৬ সদস্য যেতে পারলেন না? কারা বাদ রেখেছেন এটার খুজ নিতে ড. প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলেছেন সাফ জয়ী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ফিরে বাফুফেতে গণমাধ্যমে সাথে কথা বলেছেন মাহমুদা আক্তার। এ সময় তিনি বলেন, আমি প্রধান উপদেষ্টা স্যারের সাথে কথা বলেছি। কেন দলের প্রধান কোচ আর ম্যানেজার? আমার দলের বাকি সদস্যরা কেন নয়?

স্যার আমার কাছ থেকে জানতে চেয়েছে কী সমস্যা তুমি বলো? বলেছি সমস্যাটা আমি নিজেই জানি না, আমি আপনাকে কিভাবে বলবো। স্যার বলেছে, খেলোয়াড়রা জানে? আমি বলেছি, এই অফিসিয়াল ব্যাপারগুলো খেলোয়াড়রা জানবে না। আমি জানি না, কেন আমাদের দুই তিনজনকে এখানে আনা হয়েছে, আমার দলের বাকি ৬জন নেই। আমার কাছে জানতে চাইলো, ৬জন কে কে? দলের গোল কিপার কোচ নেই, ফিজিও নেই, সহকারী কোচ নেই। এই দলের পিছনে যারা কাজ করলো, আমরা আপনার কাছে এসেছি বাকিরা কেন আসতে পারেনি? এটা স্যার আপনি একটু নজরদারি করবেন। কে এটার দায়িত্ব নিয়েছে আমি নিজেই জানিনা। আমি আশাবাদী স্যার বলেছে তাদেরকেও নেওয়া হবে (যমুনায়)।

দলের ম্যানেজার মাহমুদা আক্তার আরো বলেন, গত বছরও আমরা চ্যাম্পিয়ন হয়েছি। যেখানে আমন্ত্রণ করেছে আমরা পুরো দলই গিয়েছি। স্যারকে বলেছি, কেন এবার এটা ব্যতিক্রম? আপনার লোক দ্বারা এটা জানার চেষ্টা করবেন। এটা আসলে টিম বন্ডিং নষ্ট হয়, মনোমালিন্য সৃষ্টি হয়। দিনশেষে আমরা সবার সাপোর্ট নিলাম, আমরা দুজন গেলাম বাকিরা পিছে পরে গেলো। পরবর্তীতে চ্যাম্পিয়ন বলেন আর প্রশিক্ষণ, সেই সাপোর্টটা আমরা আর পাবো না।

 

বার্তাবাজার/এসএইচ

 





Source link