টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে দুইবারের সীমাবদ্ধ নয়, সাফ জিততে চান আরো। শিরোপা জয়ের হ্যাট্রিক করতে চায় বাংলাদেশের মেয়েরা, নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দাড়িয়েই এমনটি জানিয়েছেন দুইবারের সাফ জয়ী ফুটবলার সানজিদা আক্তার।
প্রশ্ন : টানা দ্বিতীয় বারের মতো শিরোপা জয় কেমন লাগছে?
সানজিদা আক্তার : সব মিলিয়ে ভালো লাগছে, চ্যাম্পিয়ন হলে সবারই ভালো লাগে। আমারো লাগছে। আমাদের ইচ্ছে আছে আমরা যেন আরো একবার এমন ট্রফি নিতে পারি, হ্যাট্রিক করতে চাই।
প্রশ্ন : এতো দর্শকের চাপ কীভাবে সামাল দেন?
সানজিদা আক্তার : আগেরবারো এমন দর্শক ছিল, এবারও একই রকম। আমরা দুইবারই মনে করেছি, ওরা আমাদের সমর্থন করেছে।
প্রশ্ন : ট্রফি জেতার পর পরিকল্পনা কী এখন, উদযাপন কীভাবে হবে?
সানজিদা আক্তার : তেমন কোনো প্ল্যান নেই। আমাদের কথা ছিল আমরা চ্যাম্পিয়ন হবো, হতে পেরেছি। এখন হোটেলে যাবো সেখানে মজা করবো।
প্রশ্ন : গত বছর ছাদখোলা বাসের আওয়াজ উঠেছিল, এবার কোনো চাহিদা আছে কিনা?
সানজিদা আক্তার : এবার বাকিটা আমরা দেশবাসীর কাছেই দিয়ে দিলাম, তারাই বুঝবে আমাদের কীভাবে নেওয়া লাগে।
বার্তাবাজার/এসএইচ