চুয়াডাঙ্গা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা


আর্জেন্টিনা লাওতারো মার্তিনেজের দর্শনীয় গোলে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠ বুয়েন্স আইরেসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিতে পারে আর্জেন্টিনা, এর তিনটিই কেবল ছিল লক্ষ্যে। অবশ্য পুরোটা সময় কোণঠাসা থাকা পেরু স্বাগতিক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কোনো পরীক্ষাই নিতে পারেনি।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলের অপেক্ষার অবসান ঘটান লাওতারো মার্তিনেজ। বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

এই অঞ্চলে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

মার্তিনেজের গোলে জয়ে ফিরল আর্জেন্টিনা

আপডেটঃ ১১:২৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪


আর্জেন্টিনা লাওতারো মার্তিনেজের দর্শনীয় গোলে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় তুলে নিয়েছে। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের ধাক্কা সামলে জয়ের পথে ফিরল লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠ বুয়েন্স আইরেসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৭০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১০টি শট নিতে পারে আর্জেন্টিনা, এর তিনটিই কেবল ছিল লক্ষ্যে। অবশ্য পুরোটা সময় কোণঠাসা থাকা পেরু স্বাগতিক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কোনো পরীক্ষাই নিতে পারেনি।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলের অপেক্ষার অবসান ঘটান লাওতারো মার্তিনেজ। বাঁ দিক থেকে মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

এই অঞ্চলে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।



সুত্র লিংক