চুয়াডাঙ্গা ১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে না ভারত


১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাকিস্তান। তবে তাদের সেই আয়োজন পানি ঢেলে দিতে প্রস্তুত ভারত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন সময় বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। বিপরীতে তাদের চাওয়া হাইব্রিড মডেলে আসর আয়োজন করার। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলার।

তবে এ নিয়ে গতকাল পিসিবি প্রধান মহসিন নকভি জানান, ‘আসর নিয়ে আমাদের স্পষ্ট অবস্থান ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা থাকলে ভারত অবশ্যই তা আমাদের লিখিতভাবে দেবে। আজ অবধি, আমরা হাইব্রিড মডেল সম্পর্কে কথা বলিনি, তবে আমরা এই বিষয়ে কথা বলতে প্রস্তুত।’

অন্যদিকে পিসিবির এক সূত্র জানায়, ‘কোনো হাইব্রিড মডেল বিবেচনা করা হচ্ছে না।’ অর্থাৎ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে হলে পাকিস্তানে যেতেই হবে ভারতীয় দলকে।

পিসিবির পক্ষ থেকে যখন হাইব্রিড মডেলের বিষয়ে অস্বীকার করা হয়েছে। তখন বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল।

প্রতিবেদনে বিসিসিআই সূত্রে বলা হয়েছে, ‘আমাদের অবস্থান যা ছিল তাই। আর এটি পরিবর্তন করার কোন কারণ নেই। এ ব্যাপারে আমরা পিসিবিকে চিঠি দিয়েছি। আমাদের ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরের জন্য অনুরোধ করেছি।’



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে না ভারত

আপডেটঃ ০৫:৩৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪


১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফির আসর ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাকিস্তান। তবে তাদের সেই আয়োজন পানি ঢেলে দিতে প্রস্তুত ভারত।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বিভিন্ন সময় বলা হয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল। বিপরীতে তাদের চাওয়া হাইব্রিড মডেলে আসর আয়োজন করার। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে খেলার।

তবে এ নিয়ে গতকাল পিসিবি প্রধান মহসিন নকভি জানান, ‘আসর নিয়ে আমাদের স্পষ্ট অবস্থান ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো সমস্যা থাকলে ভারত অবশ্যই তা আমাদের লিখিতভাবে দেবে। আজ অবধি, আমরা হাইব্রিড মডেল সম্পর্কে কথা বলিনি, তবে আমরা এই বিষয়ে কথা বলতে প্রস্তুত।’

অন্যদিকে পিসিবির এক সূত্র জানায়, ‘কোনো হাইব্রিড মডেল বিবেচনা করা হচ্ছে না।’ অর্থাৎ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করতে হলে পাকিস্তানে যেতেই হবে ভারতীয় দলকে।

পিসিবির পক্ষ থেকে যখন হাইব্রিড মডেলের বিষয়ে অস্বীকার করা হয়েছে। তখন বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল।

প্রতিবেদনে বিসিসিআই সূত্রে বলা হয়েছে, ‘আমাদের অবস্থান যা ছিল তাই। আর এটি পরিবর্তন করার কোন কারণ নেই। এ ব্যাপারে আমরা পিসিবিকে চিঠি দিয়েছি। আমাদের ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরের জন্য অনুরোধ করেছি।’



সুত্র লিংক