চুয়াডাঙ্গা ০১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন নবী


অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ নবী অবসর নিয়েছেন। তবে তিনি এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট খেলে যাচ্ছেন। তবে এই অলরাউন্ডারকে ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবীর অবসরের কথা। নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েও দিয়েছেন নবী। বোর্ডও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

নবীর অবসর প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।

ওয়ানডে থেকে অবসর নিয়ে নবীর টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে।

নাসিব বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।

২০০৯ সালের এপ্রিলে বেনেনিতে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নবীর। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৫৪৯ রান করেছেন। বোলিংয়ে ৪.২৭ ইকনোমিক রেটে নবীর শিকার ১৭১ উইকেট।

২০২৫ সালের জানুয়ারিতে ৪০ বছর পূর্ণ করবেন এ অলরাউন্ডার। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও পেশাদার ক্রিকেটে নবীর সূচনা আরো আগে থেকে। আফগানিস্তানের ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে খেলা থেকে ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পেয়ে বিশ্বকাপ খেলা- পুরো যাত্রাতেই নবী ছিলেন অক্লান্ত পথিক।



সুত্র লিংক

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন নবী

আপডেটঃ ১১:৩৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪


অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে মোহাম্মদ নবী অবসর নিয়েছেন। তবে তিনি এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট খেলে যাচ্ছেন। তবে এই অলরাউন্ডারকে ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবীর অবসরের কথা। নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বোর্ডকে জানিয়েও দিয়েছেন নবী। বোর্ডও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

নবীর অবসর প্রসঙ্গে নাসিব বলেন, ‘হ্যাঁ, চ্যাম্পিয়নস ট্রফির পর নবী ওয়ানডে থেকে অবসরে যাবে এবং বোর্ডকে সে নিজের ইচ্ছের কথা জানিয়েছে। কয়েকমাস আগেই সে আমাকে বলেছিল চ্যাম্পিয়নস ট্রফির পর সে ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।

ওয়ানডে থেকে অবসর নিয়ে নবীর টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়। তাতে ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে।

নাসিব বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি সে টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছে। আপাতত এটাই তার পরিকল্পনা।

২০০৯ সালের এপ্রিলে বেনেনিতে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় নবীর। ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৭.৩০ গড়ে ২ সেঞ্চুরি ও ১৭ হাফ সেঞ্চুরিতে ৩ হাজার ৫৪৯ রান করেছেন। বোলিংয়ে ৪.২৭ ইকনোমিক রেটে নবীর শিকার ১৭১ উইকেট।

২০২৫ সালের জানুয়ারিতে ৪০ বছর পূর্ণ করবেন এ অলরাউন্ডার। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করলেও পেশাদার ক্রিকেটে নবীর সূচনা আরো আগে থেকে। আফগানিস্তানের ওয়ার্ল্ড ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে খেলা থেকে ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পেয়ে বিশ্বকাপ খেলা- পুরো যাত্রাতেই নবী ছিলেন অক্লান্ত পথিক।



সুত্র লিংক