অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। এরপর তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। দিনের শুরুতে শাহাদাত হোসেন দিপু ফিরে গেলেও মুমিনুল হক ও লিটন দাস মিলে বাংলাদেশকে ভালো সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন। তবে দ্বিতীয় সেশনে ছন্দ হারান এই দুই ব্যাটার। ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়ে প্যাভিলিযনে ফিরে যান মুমিনুল হক। মুমিনুলের পর ৪০ রান করে ফিরে যান লিটন দাস।
তাদের বিদায়ে ফলোঅনের শঙ্কায় পড়েছ বাংলাদেশ। তবে জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়ায় টাইগাররা। ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৮১ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিনের লড়াই শুরু করবে বাংলাদেশ।
(রবিবার) আগের দিনের ৪০ নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই আপরাজিত ব্যাটার মুমিনুল হক ও শাহাদাত হোসেন দিপু। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই এই জুটিকে থামান কেমার রোচ।
কেমার রোচের বলে প্রথম স্লিপে কেভম হজের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরে যান শাহাদত হোসেন দিপু। আউট হওয়ার আগে করেন ৭১ বলে ১৮ রান। তার বিদায়ে ভাঙে ৪৫ রানের জুটি।
দিপু ফিরে গেলে জুটি বাঁধেন মুমিনুর হক ও লিটন দাস। এই জুটির কল্যাণে ৪৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে নিজের টেসট ক্যারিয়ারের ২১ তম ফিফটি তুলে নেন মৃমিনুল। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। ১১৬ বলে ৫০ রান করে জেইডেন সিলসের বলে এ্লবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে যান মুমিনুল। তার বিদায়ে ভাঙে ৬২ রানের জুট্।
মুমিনুলের বিদায়ের পর মেহেদেী হাসান মিরাজকে নিয়ে জুটি গড়েন লিটন দাস। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। মুমিনুল অর্ধশতক তুলে নিলেও ব্যর্থ হন লিটন। ৭৬ বলে ৪০ রান করে শামার জোসেফের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। তার বিদায়ে ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
১৪৫ রানে ৫ উইকেট হারানোর পর জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি। জুটি গড়ে চা বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন তারা। তাদের জুটিতে ভর করে ৬৮ ওভারে ১৬৫ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ।
তবে চা বিরতি থেকে ফিরে নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি মেহেদী হাসান মিরাজ। বিরতি থেকে ফিরে আর মাত্র ১ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে শঙ্কা জাগে ফলো-অনের।
তবে তাইজুল ইসলামকে নিয়ে জুটি গড়ে সেই শঙ্কা দূর করতে থাকেন জাকের আলি। ২৩৪ রান তাইজল ফিরে গেলে ৬৮ রানে ভেঙে যায় এই জুটি।
তাইজুলের বিদায়ের পর হাসান মাহমুদকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন জাকের আলি। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর আর বেশি সময় ক্রিজে থাকতে পারেননি জাকের। ৮৯ বলে ৫৩ রান করে জাস্টিন গ্রিভসের বলে ডিপ মিড উইকেটে জেইডেন সিলসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান জাকের। তার বিদায়ে ২৪৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।
জাকের বিদায়ের পর ক্রিজে আসেন তাসকিন আহমেদ। ফলো-অন এড়ানোর জন্য দরকর ছির ৫ রান। ৫ রান তুলে নিয়ে বাংলাদেশের ফলো-অন এড়ায় এই জুটি। তবে ফলো-অন এড়িয়ে নিজেদের জুটিকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। দলীয় ২৫৭ রানে হাসান মাহমুদ ফিরে গেলে ভেঙে যায় এই জুটি।
হাসানের বিদায়ের পর ক্রিজে আসেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম মিলে দিনের বাকি খেলা শেষ করেন। আলোকস্বল্পতা কারণে তৃতীয় দিনও আগেভাগে শেষ লড়াই। তাতে ৭৮ ওভার ব্যাট করে দিন শেষে বাংলাদেশ তুলেছে ৯ উইকেটে ২৬৯ রান। দিন শেষে উইকেটে ১১রানে ছিলেন তাসকিন আহমেদ ও ৫ রানে অপরাজিত শরিফুল আহমেদ। ১৮১ রানে পিছিয়ে থেকে সোমবার তৃতীয় দিনের লড়াই শুরু করবে বাংলাদেশ।
এর আগে অ্যান্টিগা টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভসের সেঞ্চুরিতে ভর করে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডজের ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে টাইগাররা।
(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/এনবিডব্লিউ)