চুয়াডাঙ্গা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনা চেকপোস্ট মাঠে বিজিবি-বিএসএফ ফ্রেন্ডশিপ ভলিবল খেলা

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট মাঠে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি ও কৃষ্ণনগর- ৫৪ বি এস এফের মধ্যে এক ফ্রেন্ডশিপ ভলিবল খেলা অনিষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার বিকালে এই খেলা অনুস্ঠিত হয়েছে। খেলায় বি এস এফ দুই সেটে জয়লাভ করেছে। এ সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও কৃষ্ণনগর ৫৪ বি এস এফ কমান্ডেন্ট শ্রী হারমিট সিং সহ স্ব স্ব দেশের স্টাফ অফিসারগন উপস্তিত ছিলেন। পরে জয়লাভকারি বি এস এফ দলকে চ্যাম্পিয়ন ও বিজিবি দলকে রানার্সআপ ট্রপি প্রদান করা হয়।

 

 

বিজিবি জানান মোট তিন সেট ভলিবল খেলার মধ্যে বি এস এফ দুই সেটেই জয়েরমালা ছিনিয়ে নেয়। ঐদিন বিকাল সাড়ে চারটার দিকে খেলা শুরু হলে দু দেশের সীমান্তবর্তি হাজার হাজার উৎসুক জনতা খেলা দেখতে চেকপোস্টে জড় হতে দেখা যায়। খেলা দেখে সকলেই আনান্দিত হয়।

 

জনপ্রিয় সংবাদ

দামুড়হুদায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

দর্শনা চেকপোস্ট মাঠে বিজিবি-বিএসএফ ফ্রেন্ডশিপ ভলিবল খেলা

প্রকাশ : ০৭:২৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট মাঠে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি ও কৃষ্ণনগর- ৫৪ বি এস এফের মধ্যে এক ফ্রেন্ডশিপ ভলিবল খেলা অনিষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার বিকালে এই খেলা অনুস্ঠিত হয়েছে। খেলায় বি এস এফ দুই সেটে জয়লাভ করেছে। এ সময় চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন বিজিবি পরিচালক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ও কৃষ্ণনগর ৫৪ বি এস এফ কমান্ডেন্ট শ্রী হারমিট সিং সহ স্ব স্ব দেশের স্টাফ অফিসারগন উপস্তিত ছিলেন। পরে জয়লাভকারি বি এস এফ দলকে চ্যাম্পিয়ন ও বিজিবি দলকে রানার্সআপ ট্রপি প্রদান করা হয়।

 

 

বিজিবি জানান মোট তিন সেট ভলিবল খেলার মধ্যে বি এস এফ দুই সেটেই জয়েরমালা ছিনিয়ে নেয়। ঐদিন বিকাল সাড়ে চারটার দিকে খেলা শুরু হলে দু দেশের সীমান্তবর্তি হাজার হাজার উৎসুক জনতা খেলা দেখতে চেকপোস্টে জড় হতে দেখা যায়। খেলা দেখে সকলেই আনান্দিত হয়।