মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের নেতৃত্বে একটি র্যালী বের হয়। র্যালীটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালীতে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া, মেহেরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা কামাল রুনুসহ মেহেরপুরের বিভিন্ন সংস্থার নারী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যে নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গাংনীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে র্যালী ও আলোচনার সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রনী খাতুনের সভাপতিত্ব ও বিউটিফিকেশন ট্রেইনার নার্গিস সুলতানা সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক।
এসময় বক্তব্য রাখেন গাংনী মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাদির হোসের শামিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন প্রমুখ।