চুয়াডাঙ্গা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগ নেতা নুর আলম গ্রেফতার


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে গুলিবর্ষণে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। কর্মসূচিতে ফেনী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আবদুর রব নামের এক ব্যক্তি ভয়ে দৌড়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে চলে যান। একপর্যায়ে আসামিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আবদুর রবকে গুলি করে। তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে লাঠিসোঁটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনায় আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ওই মামলার ৮৪ নম্বর আসামি নুর আলম। তাকে বিকেলে দাগনভূঞা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



সুত্র জাগোনিউজ২৪

প্রসঙ্গঃ

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতি

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Powered by WooCommerce

আ’লীগ নেতা নুর আলম গ্রেফতার

প্রকাশ : ১০:৪১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফেনীর মহিপালে গুলিবর্ষণে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, ৪ আগস্ট ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। কর্মসূচিতে ফেনী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আবদুর রব নামের এক ব্যক্তি ভয়ে দৌড়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে চলে যান। একপর্যায়ে আসামিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আবদুর রবকে গুলি করে। তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে লাঠিসোঁটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনায় আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ওই মামলার ৮৪ নম্বর আসামি নুর আলম। তাকে বিকেলে দাগনভূঞা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।



সুত্র জাগোনিউজ২৪