শুক্রবার (৬ ডিসেম্বর), জ্বরে আক্রান্ত মাইটিভির জ্যেষ্ঠ সাংবাদিক ইউসুফ আলীকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি সাংবাদিক ইউসুফের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং জানান, সাংবাদিক ইউসুফ বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার রক্তের প্ল্যাটিলেট কমে যাচ্ছে এবং চিকিৎসকরা ডেঙ্গু সন্দেহ করে তাকে চিকিৎসা দিচ্ছেন। তার পরিবারের সবাইও জ্বরে আক্রান্ত হয়েছে।
ডা. রফিকুল ইসলাম জানান, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাংবাদিক ইউসুফ আলীকে দেখতে গেছেন এবং তার হাতে উপহার সামগ্রী তুলে দেন।