দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে সংস্কার কাজের পরিপূর্ণ বাস্তবায়নের পথ সুগম করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ডিসেম্বর) রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে, তা জানার অধিকার জনগণের আছে। প্রতিদিনই ডেঙ্গুতে মানুষের মৃত্যু হচ্ছে, লাগামহীন মূল্যের কারণে মানুষ নাজেহাল। তাই সংস্কার আগে না সংসার আগে, এই প্রশ্নটি মানুষের কাছে মুখ্য হয়ে উঠতে পারে। সংস্কারে বিলম্ব যেন মানুষকে কষ্ট না দেয় সে পথে এগোনো প্রায়াজন। তিনি আরও বলেন, আমি মনে করি জবাবদিহিমূলক সংসদ কার্যকর থাকলে দেশে সুশাসন থাকবে। কেউ স্বৈরাচার হতে চাইলে কোনো বিধান তার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। তাই রাষ্ট্র ফ্যাসিস্টমুক্ত রাখতে চাইলে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সরকারকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রোডম্যাপ ও কাজের হিসাব চাইলে যদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের চেহারায় অস্বস্তি দেখা যায়, তবে তা জনআকাঙ্খাবিরোধী। এটা জাতির জন্য বড় চিন্তার বিষয়। অন্তর্বর্তী সরকার অচিরেই নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করবে বলে প্রত্যাশা করি।
এ সময় নেতাকর্মীদের জনগণের বিশ্বস্ত সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের ভাবতে হবে। একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার জন্যই বিএনপির ৩১ দফা। সব নেতাকর্মীদের বলতে চাই নির্বাচনী যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী জনগণ। তাই জনগণকে সঙ্গে রাখুন।