রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুদিনে ২ হাজার ৪৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গত রবিবার ও সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে ২ হাজার ৪৪৪টি মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে ৪৯টি গাড়ি ডাম্পিং ও ৪১টি গাড়ি রেকার করা হয়েছে।
তালেবুর রহমান আরও জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।