চুয়াডাঙ্গা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে তিতুয়ার রহমানসহ (৩২) তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। আহত তিতুয়ার রহমান পার-দামুড়হুদা গ্রামের কলিম উদ্দীনের ছেলে। এসময় জখমকৃত তিতুয়ার রহমানের স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় তিতুয়ারের স্ত্রী, ভাই ও ভাবী গুরুতর আহত হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা পার-দামুড়হুদা গ্রামের বড় মসজিদ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, তিতুয়ার রহমানের স্ত্রী জোসনা খাতুন (৩৫), ভাই মতিয়ার (৪৫) ও ভাবি হিরা খাতুন(৩৪)। এঘটনায় গত রাতেই আহত তিতুয়ারের স্ত্রী জোসনা খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের পর-দামুড়হুদা গ্রামের আলিম হাকিমের ছেলে ফকির মাহমুদের সাথে একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে তিতুয়ার রহমানের পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দুই পরিবারের সদস্যদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় তিতুয়ার রহমান বাড়িতে শুয়ে থাকলে চিৎকার চেচামেচিতে তার ঘুম ভেঙে যায়। বাড়ির বাহিরে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি।

 

এরই এক পর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে মৃত.আলিমের ছেলে ফকির মাহমুদ (৪৫), বাবুল (৪০), মৃত. করিমের ছেলে ছকো (৫৫) ও শুকুর আলীর ছেলে আসমান (৩০) ধারালো অস্ত্র রাম দা, লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে তিতুয়ারের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ

 

ক পর্যায়ে তিতুয়ার রহমান রাম দায়ের কোপে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। ওই সময় লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে একাধিক আঘাতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান আশিক তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান আশিক বলেন, রক্তাক্ত জখম অবস্থাতে তিতুয়ার রহমান কে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করে রাখা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় ক্ষত হয়েছে।

 

এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রীয়াধীন।

মেট্রোরেল যাত্রীদের সুখবর দিল কর্তৃপক্ষ

avashnews

Powered by WooCommerce

দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে তিনজনকে কুপিয়ে জখম

আপডেটঃ ১০:০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

দামুড়হুদায় পূর্ব শত্রুতার জেরে তিতুয়ার রহমানসহ (৩২) তিনজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। আহত তিতুয়ার রহমান পার-দামুড়হুদা গ্রামের কলিম উদ্দীনের ছেলে। এসময় জখমকৃত তিতুয়ার রহমানের স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনতাই হয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় তিতুয়ারের স্ত্রী, ভাই ও ভাবী গুরুতর আহত হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দামুড়হুদা পার-দামুড়হুদা গ্রামের বড় মসজিদ সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, তিতুয়ার রহমানের স্ত্রী জোসনা খাতুন (৩৫), ভাই মতিয়ার (৪৫) ও ভাবি হিরা খাতুন(৩৪)। এঘটনায় গত রাতেই আহত তিতুয়ারের স্ত্রী জোসনা খাতুন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় চারজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের পর-দামুড়হুদা গ্রামের আলিম হাকিমের ছেলে ফকির মাহমুদের সাথে একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে তিতুয়ার রহমানের পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে দুই পরিবারের সদস্যদের মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় তিতুয়ার রহমান বাড়িতে শুয়ে থাকলে চিৎকার চেচামেচিতে তার ঘুম ভেঙে যায়। বাড়ির বাহিরে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তিনি।

 

এরই এক পর্যায়ে পূর্ব পরিকল্পিত ভাবে মৃত.আলিমের ছেলে ফকির মাহমুদ (৪৫), বাবুল (৪০), মৃত. করিমের ছেলে ছকো (৫৫) ও শুকুর আলীর ছেলে আসমান (৩০) ধারালো অস্ত্র রাম দা, লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম দিয়ে তিতুয়ারের বাড়িতে গিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ

 

ক পর্যায়ে তিতুয়ার রহমান রাম দায়ের কোপে রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে যায়। ওই সময় লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে একাধিক আঘাতে সে গুরুতর রক্তাক্ত জখম হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান আশিক তাকে চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন।

 

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আশিকুর রহমান আশিক বলেন, রক্তাক্ত জখম অবস্থাতে তিতুয়ার রহমান কে হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি করে রাখা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় ক্ষত হয়েছে।

 

এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পেয়েছি। মামলার বিষয়টি প্রক্রীয়াধীন।