দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির বাণিজ্যিক খামারে কোঁদাল দিয়ে আখ কাটার উদ্বোধন করেছেন কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। গত বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আকন্দবাড়িয়া পরিক্ষামূলক বাণিজ্যিক খামারে কোঁদাল দিয়ে আখ কেটে আখ কাটার উদ্বোধন করা হয়।
এ সময় তিনি বলেন, উন্নত প্রযুক্তি প্রয়োগে আখ চাষ ও পরিষ্কার-পরিচ্ছন্ন গুণগত মানসম্পন্ন আখ সরবরাহ করতে হবে এবং কোঁদাল দিয়ে আখ কাটলে চিনির রিকভারি বাড়বে। এর ফলে আখের ওজন বৃদ্ধি পাবে তার সাথে ফলনও বৃদ্ধি পাবে। আর কোঁদাল দিয়ে আখ কাটলে কৃষক এবং চিনিকল সবাই লাভজনক হবে বলে তিনি জানান।
তাই প্রত্যেক কৃষককে অনুরোধ করে বলেন, আপনারা কোঁদাল দিয়ে আখ কাটবেন এতে আপনারা বেশি ফলন পাবেন এবং মূল্যও বেশি পাবেন। এ সময় উপস্থিত ছিলেন, মহাব্যাবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যাবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, (বীজ) দেলোয়ার হোসেন, ফার্ম ম্যানাজার সুমন কুমার সাহা প্রমুখ।