দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে সারা দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
বৃষ্টিপাতের প্রবণতা শনিবার (১৮ মার্চ) বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশের সর্বনিম্ন ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৮ মিনিটে।