চুয়াডাঙ্গার বোয়ালমারি শশ্মান মাঠের মাঝামাঝি স্থানে পানবরজের পাশে মেহগনি বাগানের ভেতর লাশ অজ্ঞাত পরিচয়ে উদ্ধার হওয়া অর্ধগলিত লাশের পরিচয় মিলেছে। অর্ধগলিত মরদেহটি আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ঈদগাহ পাড়ার খোয়াজ আলীর ছোট মেয়ে টিকটকার খালেদা আক্তার মুন্নির (২১)।
লাশটি শনাক্ত করেছেন মুন্নির মা ও তার দুলাভাই।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের সন্নিকটে বোয়ালমারি শ্মশানের মাঠে পানবরজে পান ভাঙতে যান বোয়ালমারি মাঝের পাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের ছেলে রনি। তিনি বরজে ঢোকার আগেই লাশের দুর্গন্ধ পান। খোঁজাখুজির এক পর্যায়ে পান বরজের পাশে মেহগনি বাগানে অজ্ঞাত ওই নারীর অর্ধগতির লাশ দেখতে পান।
অর্ধগলিত ওই নারীর পরনে কোনো কাপড়চোপড় ছিলো না। পরনের কাপড়-চোপড় লাশের মাথার কাছে পড়েছিলো। রনি নামে ওই যুবক সাথে সাথে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে জানানোর পাশাপাশি তার বাড়িতে খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, সেনাবাহিনীর একটি টিম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, সিআইডিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।