রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভির ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ধানখোলারায়পুরকাথুলীতেঁতুলবাড়ীয়াসাহারবাটীবামুন্দীমোনাখালীমহাজনপুরচাউলিয়াজগদলনাকোলকছুন্দীদ্বারিয়াপুরসব্দালপুরশ্রীকোলশ্রীপুরধনেশ্বরগাতীতালখড়িআঠারখাদারাঘবদাইড়হাজরাপুরহাজীপুরবগিয়া
জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ করে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
বার্তাবাজার/এস এইচ