চুয়াডাঙ্গা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

একের পর এক মিথ্যা তথ্যে জনগণকে বিভ্রান্তের চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নানাবিধ কৌশলে গুজব ছড়ানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এক ছবির সঙ্গে আরেকটি ছবি জুড়ে দেওয়া, ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা, এমনকি অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, এ ধরনের গুজব আরও ভয়ংকর হয়ে উঠবে। কারা এসবের পেছনে আছে, তা কারও অজানা নয়। আমরা এই গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি, এবং জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।’

জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এর মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। আমাদের মনে রাখতে হবে, আমরা এক যুদ্ধাবস্থার মধ্যে আছি, যেখানে গুজব হলো পরাজিত শক্তির অন্যতম প্রধান অস্ত্র।’

জনগণকে গুজবের উৎস সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘গুজব দেখলেই এর উৎস খুঁজতে হবে। এটিকে অবহেলা করা যাবে না। গুজব ছড়ানোর কাজে দক্ষ ব্যক্তি ও বিপুল অর্থ নিয়োজিত রয়েছে, যার মূল লক্ষ্য হলো জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাদের এই অপচেষ্টা সফল হতে দেব না।’

জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের এই ঐক্য পলাতক শক্তিকে বিচলিত করে তুলছে। তারা চায় এই ঐক্য ভেঙে দিতে। তাদের কৌশল এতটাই সূক্ষ্ম যে অনেক সময় বোঝাই যায় না, কখন তাদের খেলায় কেউ পুতুল হয়ে গেছেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে গুজব রুখতে হবে এবং ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।’

 

বার্তাবাজার/এস এইচ





Source link

প্রসংঙ্গ :

Powered by WooCommerce

একের পর এক মিথ্যা তথ্যে জনগণকে বিভ্রান্তের চেষ্টা চলছে: প্রধান উপদেষ্টা

আপডেটঃ ১১:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫


অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মঙ্গলবার (২৫ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, ‘অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। নানাবিধ কৌশলে গুজব ছড়ানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এক ছবির সঙ্গে আরেকটি ছবি জুড়ে দেওয়া, ভিন্ন ঘটনার ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ফটোকার্ড তৈরি করা, এমনকি অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, এ ধরনের গুজব আরও ভয়ংকর হয়ে উঠবে। কারা এসবের পেছনে আছে, তা কারও অজানা নয়। আমরা এই গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি, এবং জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।’

জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এর মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। আমাদের মনে রাখতে হবে, আমরা এক যুদ্ধাবস্থার মধ্যে আছি, যেখানে গুজব হলো পরাজিত শক্তির অন্যতম প্রধান অস্ত্র।’

জনগণকে গুজবের উৎস সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘গুজব দেখলেই এর উৎস খুঁজতে হবে। এটিকে অবহেলা করা যাবে না। গুজব ছড়ানোর কাজে দক্ষ ব্যক্তি ও বিপুল অর্থ নিয়োজিত রয়েছে, যার মূল লক্ষ্য হলো জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাদের এই অপচেষ্টা সফল হতে দেব না।’

জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের এই ঐক্য পলাতক শক্তিকে বিচলিত করে তুলছে। তারা চায় এই ঐক্য ভেঙে দিতে। তাদের কৌশল এতটাই সূক্ষ্ম যে অনেক সময় বোঝাই যায় না, কখন তাদের খেলায় কেউ পুতুল হয়ে গেছেন। তাই আমাদের সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থেকে গুজব রুখতে হবে এবং ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।’

 

বার্তাবাজার/এস এইচ





Source link