রাতারাতি বদলে গেল টুইটারের ১৭ বছরের লোগো। নীল রঙের পাখি অর্থাৎ ব্লু বার্ড লোগোর পরিবর্তে এখন টুইটারে দেখা যাচ্ছে ডগি আইকন লোগো। হঠাৎ নীল পাখি থেকে কুকুরের ছবি দেখায় অনেকেই বিভ্রান্তিতে পড়েছেন। তবে কেন এই পরিবর্তন টুইটারে সেবিষয়ে কিছুই জানায়নি টুইটার কর্তৃপক্ষ।
জন্ম থেকে বিগত ১৭ বছর ধরে টুইটারের লোগো ছিল নীল রঙের পাখি যাকে বলা হত ব্লু বার্ড। এবার সেই লোগো পরিবর্তন হয়ে সেখানে দেখা যাচ্ছে একটি শিবা ইনু কুকুরের লোগো। এই কুকুর জাপানের একটি কুকুরের প্রজাতি।
টুইটারের এই নতুন লোগোর ছবি নিয়ে টুইট করেছেন ইলন মাস্ক। যেখানে দেখা যাচ্ছে, টুইটারের পরিচয়পত্র পরীক্ষা করছেন এক পুলিশকর্মী। কিন্তু সেখানে নীল পাখির ছবি দেখে চিনতে পারছেন না। তার ভুল ভাঙিয়ে দিয়ে টুইটারের নতুন লোগো বলছে, ‘ওটা আসলে পুরনো ছবি।’
এর সঙ্গে একটি চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেছেন মাস্ক। এক ব্যবহারকারীর সঙ্গে টুইটারের লোগো বদল নিয়ে কথা বলেছিলেন তিনি। সেই ছবিও তুলে ধরেছেন টুইটার কর্তা।
গত বছরের অক্টোবরের ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার পর একাধিক পরিবর্তন করেছেন মাস্ক। এর মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছে। এখন দেখার বিষয়- এই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত কীভাবে নেন নেটিজেনরা।