লন্ডনের রাস্তায় অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন প্রিয়াঙ্কা-নিক।ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে প্রিয়াঙ্কা ঝুঁকে পড়ে নিককে চুমু খাচ্ছেন। তাদের সেই ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ছবিতে অভিনেত্রীর পরনে একটি গোলাপি রঙের পোশাক দেখা গেছে। অন্যদিকে নিকের পরনে ছিল একটি কালো রঙের পোশাক।
ভক্তরা তাদের এই ছবি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামে একজন ওই পোস্টে লিখেছেন, ‘খুব সুন্দর। আহা, আমি যদি পারতাম তাহলে জানলার কাচটা সরিয়ে এই প্যাশনেট কিসটা দেখতাম।’
কিছুদিন আগেই মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে নিক ও প্রিয়াঙ্কা ভারতে এসেছিলেন। তারা দুজনই জুটি বেঁধে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনে হাজির হয়েছিলেন। সেখান থেকে উড়ে গিয়েই লন্ডনে ধরা পড়লেন অন্তরঙ্গ অবস্থায়।
পিগি চপস এরইমধ্যে হলিউডে নিজের অবস্থান গড়ে তুলেছেন। কাজ করেছেন জ্যাক এফ্রন, লিয়াম হেমসওয়ার্থ, অ্যাডাম ডিভাইন, রেবেল উইলসনের মতো তারকার সঙ্গে। বর্তমানে তিনি ব্যস্ত জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ নিয়ে।