দীর্ঘ পাঁচ বছর পর ঈদে প্রাণবন্ত হয়ে উঠেছে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী নান্টুরাজ সিনেমা হল। শাকিব-বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ দিয়ে চালু হয়েছে প্রেক্ষাগৃহটি।
শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন থেকে নান্টুরাজ সিনেমা হলে উপচে পড়া ভিড় দেখা গেছে দর্শকদের।
এ দিন হলটিতে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে মুক্তি পেয়েছে সৈয়দ আশিক রহমান প্রযোজিত ও তপু খান পরিচালিত রাজনৈতিক-মসলাদার চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’। সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।
দর্শকদের ব্যাপক চাহিদার কারণে সিনেমাটি ১০০ হলে মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন হল মালিকরা। সেই ধারাবাহিকতায় ঈদের দিন (২২ এপ্রিল) থেকে সারাদেশের ১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন, চলচ্চিত্র পরিবেশনা ব্যবস্থাপক এম এম মঞ্জুর রহমান।
প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করছে টিওটি ফিল্মস।