চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আয়নাল হকের জমির ফলন্ত পটল গাছ কেটে দিয়েছে দুবৃত্বরা। মঙ্গলবার রাতে গ্রামের ছাতিমতলা মাঠে ১০কাঠা জমির গাছ কেটে সাবাড় করে ফেলা হয়েছে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে জানা গেছে।
বাস্তপুর গ্রামের মৃতু ইয়াকুব মন্ডলের ছেলে ক্ষেত মালিক আয়নাল হক জানান, তিনি পুরাতন বাস্তপুর গ্রামের ছাতিমতলা মাঠে দেড় বিঘা জমিতে পটলের চাষ করেছেন।দেড় বিঘা জমিতে তার বাঁসের মাচা,সেচ,সার ও শ্রমিক দিয়ে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়ে গেছে।ক্ষেতে তার সকল খরচ প্রায় শেষ হয়ে গেছে।
এখন সামান্য সার প্রয়োগ ছাড়া আর কোন খরচ নেই। ইতোমধ্যে তার ক্ষেত থেকে পটল তোলা ও শুরু হয়েছে।আজ বুধবার (২৬ এপ্রিল) সকালে তিনি বিক্রির জন্য ক্ষেত থেকে পটল তুলতে গিয়ে দেখতে পায় তার দেড় বিঘা জমির প্রায় অর্ধেক গাছ কে বা কাহারা কেটে দিয়েছে। এমন অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন।এতে তার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তিনি আরো জানান গতরাতের কোন এক সময় এই গাছ কেটে দিয়েছে দুবৃত্বরা।
এবিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান বলেন,এর আগে দামুড়হুদা উপজেলা ক্ষেতের ফসল নষ্ট করার নজির খুব একটা দেখা যায়নি সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ফসল তছরুপের ঘটনা ঘটছে। নিজেদের ফসল রক্ষা করতে কৃষি পুলিশ গঠন করে মাঠ পাহারা দেওয়া ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।