কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পাইকেরছড়ায় এক প্রতিবন্ধী বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
১১মে- দুপুর সারে ১২ টার প্রতিবন্ধী পাইকেরছড়া ইউনিয়নের মৃত আবু বকর এর পুত্র প্রতিবন্ধী
সেকেন্দার আলী (৫৫) একটি ঘরে আগুন লাগে।
আবহাওয়া উত্তপ্ত থাকায় ও বাতাসে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আরো ২টি ঘরে আগুন লেগে যায় এভাবে তিনটি ঘর নিমিষেই পুরে ছাই হয়ে যায়।
বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।
জানা যায়, প্রতিবন্ধী সেকান্দার আলির পূর্বে চর ভূরুঙ্গামারী ইসলামপুর গ্রামে বাড়ি ছিলো। ২বছর আগে দুধকুমার নদীর ভাঙ্গনে সেই জায়গা নদী গর্ভে বিলীন হয়ে যায়। পরে পাইকের ছড়া ১নং ওয়ার্ড আসাম পাড়ায় এসে বাড়ি করে। সেই বাড়িও আজ আগুন লেগে পুরে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায় যে, রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং উত্তপ্ত আবহাওয়া ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় তিনটি ঘর সম্পুর্ন পুড়ে যায় এবং একটি গরু মৃতপ্রায় অবস্থা হলে এলাকাবাসী তা জবাই করে।
পাইকেরছড়া ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য আবু সাদায়াত মো: সাদ্দাম হোসেন ঘটনার সত্যতা জানান।a