চুয়াডাঙ্গা ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর কাঁঠালিয়ায় মোটরসাইকেল চাপায় গৃহবধূ নিহত, আহত ২ হয়রানিমূলক মামলা করলে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা ভারত ২০০ একর জমি ফেরত দেবে ‘হাইব্রিড মিটিং’ বাতিল, পর্ষদ সভায় আসতে হবে সশরীরে গোপালগঞ্জে বিএনপি’র ব্যানার ছিড়ে আগুনে পোড়ানোর অভিযোগ ইরান-ইসরায়েল সংঘাত যেভাবে শুরু | আন্তর্জাতিক দামুড়হুদায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দ্বয়ের অবসর জনিত বিদায় সংবর্ধনা ঝিনাইদহে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণীর অনশন দামুড়হুদায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ
আ.লী‌গের দু'প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ

চুয়াডাঙ্গায় তৃণমূল বিএনপির প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন পত্র বাতিল 

সংসদীয় আসন ৭৯ চুয়াডাঙ্গা-১ ও সংসদীয় আসন ৮০ চুয়াডাঙ্গা-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা এর সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকলের মনোনয়নপত্র যচাই বাছাই করা হয়।
এ দুটি আসনে জমাকৃত ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র  বিভিন্ন ভুলত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
20231204 104058
চুয়াডাঙ্গা ১ আসনে ম‌নোনয়নপত্র বা‌তিলকৃত ৩ জন হ‌লেন, তৃণমুল বিএনপির তাইজাল ইসালম, সতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শাসমসুল আবেদীন (খোকন)।
চুয়াডাঙ্গা-১ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থী ৭ জন হ‌লেন, বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আওয়ামী লীগ), দিলীপ কুমার আগরওয়ালা (স্বতন্ত্র), এম এ রাজ্জাক খান (স্বতন্ত্র), এম শহিদুর রহমান (স্বতন্ত্র), অ্যাড. সোহরাব হোসেন (জাতীয় পার্টি), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি), সালাম উদ্দিন (জাকের পার্টি)।
চুয়াডাঙ্গা ২ আসনে ম‌নোনয়ন বা‌তিল ৪ জন হলেন, মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু (স্বতন্ত্র), নুর হাকিম (স্বতন্ত্র), নজরুল মল্লিক (স্বতন্ত্র) ও আব্দুল মালেক মোল্লা (স্বতন্ত্র)।
20231204 112647
চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থীরা হ‌লেন, চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর (আওয়ামী লীগ), হাশেম রেজা (স্বতন্ত্র),  অ্যাড. রবিউল ইসলাম (জাতীয় পার্টি), আব্দুল লতিফ খান (জাকের পার্টি), দেওয়ান ইয়াছিন উল্লাহ (জাসদ), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি)।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা ম‌নোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে সাংবা‌দিক‌দের জানান, বি‌ভিন্ন কার‌ণে জমাকৃত ৭ জ‌নের মনোনয়নেপত্র বাতিল করা হয়ে‌ছে। ত‌বে বা‌তিলকৃত ম‌নোনয়নপত্র দা‌খিলকা‌রিরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনার বরাবর আপিল শুনানীর জন্য আবেদনের সুযোগ পাবেন।
জনপ্রিয় সংবাদ

ভুল-ত্রুটি হয়েছে বলেই আহতরা সড়কে এসেছে, দাবি পূরণে সরকার বদ্ধপরিকর

avashnews
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আ.লী‌গের দু'প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ

চুয়াডাঙ্গায় তৃণমূল বিএনপির প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন পত্র বাতিল 

প্রকাশ : ০৫:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
সংসদীয় আসন ৭৯ চুয়াডাঙ্গা-১ ও সংসদীয় আসন ৮০ চুয়াডাঙ্গা-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা এর সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকলের মনোনয়নপত্র যচাই বাছাই করা হয়।
এ দুটি আসনে জমাকৃত ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র  বিভিন্ন ভুলত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
20231204 104058
চুয়াডাঙ্গা ১ আসনে ম‌নোনয়নপত্র বা‌তিলকৃত ৩ জন হ‌লেন, তৃণমুল বিএনপির তাইজাল ইসালম, সতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শাসমসুল আবেদীন (খোকন)।
চুয়াডাঙ্গা-১ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থী ৭ জন হ‌লেন, বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আওয়ামী লীগ), দিলীপ কুমার আগরওয়ালা (স্বতন্ত্র), এম এ রাজ্জাক খান (স্বতন্ত্র), এম শহিদুর রহমান (স্বতন্ত্র), অ্যাড. সোহরাব হোসেন (জাতীয় পার্টি), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি), সালাম উদ্দিন (জাকের পার্টি)।
চুয়াডাঙ্গা ২ আসনে ম‌নোনয়ন বা‌তিল ৪ জন হলেন, মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু (স্বতন্ত্র), নুর হাকিম (স্বতন্ত্র), নজরুল মল্লিক (স্বতন্ত্র) ও আব্দুল মালেক মোল্লা (স্বতন্ত্র)।
20231204 112647
চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থীরা হ‌লেন, চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর (আওয়ামী লীগ), হাশেম রেজা (স্বতন্ত্র),  অ্যাড. রবিউল ইসলাম (জাতীয় পার্টি), আব্দুল লতিফ খান (জাকের পার্টি), দেওয়ান ইয়াছিন উল্লাহ (জাসদ), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি)।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা ম‌নোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে সাংবা‌দিক‌দের জানান, বি‌ভিন্ন কার‌ণে জমাকৃত ৭ জ‌নের মনোনয়নেপত্র বাতিল করা হয়ে‌ছে। ত‌বে বা‌তিলকৃত ম‌নোনয়নপত্র দা‌খিলকা‌রিরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনার বরাবর আপিল শুনানীর জন্য আবেদনের সুযোগ পাবেন।