চুয়াডাঙ্গা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আ.লী‌গের দু'প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ

চুয়াডাঙ্গায় তৃণমূল বিএনপির প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন পত্র বাতিল 

সংসদীয় আসন ৭৯ চুয়াডাঙ্গা-১ ও সংসদীয় আসন ৮০ চুয়াডাঙ্গা-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা এর সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকলের মনোনয়নপত্র যচাই বাছাই করা হয়।
এ দুটি আসনে জমাকৃত ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র  বিভিন্ন ভুলত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
20231204 104058
চুয়াডাঙ্গা ১ আসনে ম‌নোনয়নপত্র বা‌তিলকৃত ৩ জন হ‌লেন, তৃণমুল বিএনপির তাইজাল ইসালম, সতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শাসমসুল আবেদীন (খোকন)।
চুয়াডাঙ্গা-১ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থী ৭ জন হ‌লেন, বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আওয়ামী লীগ), দিলীপ কুমার আগরওয়ালা (স্বতন্ত্র), এম এ রাজ্জাক খান (স্বতন্ত্র), এম শহিদুর রহমান (স্বতন্ত্র), অ্যাড. সোহরাব হোসেন (জাতীয় পার্টি), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি), সালাম উদ্দিন (জাকের পার্টি)।
চুয়াডাঙ্গা ২ আসনে ম‌নোনয়ন বা‌তিল ৪ জন হলেন, মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু (স্বতন্ত্র), নুর হাকিম (স্বতন্ত্র), নজরুল মল্লিক (স্বতন্ত্র) ও আব্দুল মালেক মোল্লা (স্বতন্ত্র)।
20231204 112647
চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থীরা হ‌লেন, চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর (আওয়ামী লীগ), হাশেম রেজা (স্বতন্ত্র),  অ্যাড. রবিউল ইসলাম (জাতীয় পার্টি), আব্দুল লতিফ খান (জাকের পার্টি), দেওয়ান ইয়াছিন উল্লাহ (জাসদ), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি)।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা ম‌নোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে সাংবা‌দিক‌দের জানান, বি‌ভিন্ন কার‌ণে জমাকৃত ৭ জ‌নের মনোনয়নেপত্র বাতিল করা হয়ে‌ছে। ত‌বে বা‌তিলকৃত ম‌নোনয়নপত্র দা‌খিলকা‌রিরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনার বরাবর আপিল শুনানীর জন্য আবেদনের সুযোগ পাবেন।

Powered by WooCommerce

আ.লী‌গের দু'প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ

চুয়াডাঙ্গায় তৃণমূল বিএনপির প্রার্থীসহ ৭ জনের মনোনয়ন পত্র বাতিল 

আপডেটঃ ০৫:৪৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
সংসদীয় আসন ৭৯ চুয়াডাঙ্গা-১ ও সংসদীয় আসন ৮০ চুয়াডাঙ্গা-২ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে ।
আজ সোমবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা এর সভাকক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সকলের মনোনয়নপত্র যচাই বাছাই করা হয়।
এ দুটি আসনে জমাকৃত ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৭ জনের মনোনয়নপত্র  বিভিন্ন ভুলত্রুটির কারণে বাতিল করা হয়েছে।
20231204 104058
চুয়াডাঙ্গা ১ আসনে ম‌নোনয়নপত্র বা‌তিলকৃত ৩ জন হ‌লেন, তৃণমুল বিএনপির তাইজাল ইসালম, সতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শাসমসুল আবেদীন (খোকন)।
চুয়াডাঙ্গা-১ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থী ৭ জন হ‌লেন, বর্তমান সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (আওয়ামী লীগ), দিলীপ কুমার আগরওয়ালা (স্বতন্ত্র), এম এ রাজ্জাক খান (স্বতন্ত্র), এম শহিদুর রহমান (স্বতন্ত্র), অ্যাড. সোহরাব হোসেন (জাতীয় পার্টি), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি), সালাম উদ্দিন (জাকের পার্টি)।
চুয়াডাঙ্গা ২ আসনে ম‌নোনয়ন বা‌তিল ৪ জন হলেন, মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু (স্বতন্ত্র), নুর হাকিম (স্বতন্ত্র), নজরুল মল্লিক (স্বতন্ত্র) ও আব্দুল মালেক মোল্লা (স্বতন্ত্র)।
20231204 112647
চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ মনোনয়নপত্র প্রার্থীরা হ‌লেন, চুয়াডাঙ্গা-২ আসনের বর্তমান সংসদ সদস্য আলী আজগার টগর (আওয়ামী লীগ), হাশেম রেজা (স্বতন্ত্র),  অ্যাড. রবিউল ইসলাম (জাতীয় পার্টি), আব্দুল লতিফ খান (জাকের পার্টি), দেওয়ান ইয়াছিন উল্লাহ (জাসদ), ইদ্রিস চৌধুরী (ন্যাশনার পিপলস্ পার্টি)।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা ম‌নোনয়নপত্র যাচাই বাছাই শে‌ষে সাংবা‌দিক‌দের জানান, বি‌ভিন্ন কার‌ণে জমাকৃত ৭ জ‌নের মনোনয়নেপত্র বাতিল করা হয়ে‌ছে। ত‌বে বা‌তিলকৃত ম‌নোনয়নপত্র দা‌খিলকা‌রিরা আগামী ৯ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনার বরাবর আপিল শুনানীর জন্য আবেদনের সুযোগ পাবেন।