চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রাণী সম্পদ প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধনী নুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার তাসলিমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাসলিমা খাতুন। অনুষ্ঠানে ৪০টি স্টল স্থান পায়।
দিনব্যাপি অনুষ্ঠানে বিকালে পুরস্কার বিতরন অনুষ্টান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রানী সম্পদ অফিসার তাসলিমান খাতুন। প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। প্রধান অতিথি বলেন বর্তমান সরকার প্রাণী সম্পদ বিভাগকে বাংলাদেশে খুবই শক্ত অবস্থানে দাঁড় করিয়েছেন। সরকার এই বিভাগকে অনেক সাহায্য সহযোগিতা করছেন।
আত্মকর্মসংস্থান হিসাবে প্রাণী সম্পদ এখন বাংলাদেশে খুবই গুরুত্ব বহন করে। আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণে অপরিহার্য ভূমিকা পালন করে প্রাণী সম্পদ বিভাগ বিশেষ অতিথী ছিলেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি)সজল কুমার দাস, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ,দামুড়হুদা সদর ইউপির চেয়ারম্যান হযরত আলি প্রমুখ।