চুয়াডাঙ্গার
দামুড়হুদা উপজেলার গোপীনাথপুর গ্রামে ঋণের টাকা আদায় করতে গিয়ে ঋণ গৃহীতার ছেলেদের অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হয়েছে এনজিও কর্মী তহিদুর জামান(৪৫)। গতকাল মঙ্গলবার সন্ধায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার এঘটনায় সিও এনজিওর রামনগর শাখার শাখা ব্যবস্থাপক মো আসাদুজ্জামান বাদী হয়ে ৪জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে দামুড়হুদা মডেল থানায়।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার অন্তর্ভুক্ত জুড়ানপুর ইউনিয়নের রামনগর শাখার সিও (এনজিও) থেকে লোন গ্রহণ করেন একই ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী জুনজিরা খাতুন। লোন গ্রহন করার পর লোন গ্রহীতা নিয়মিত টাকা পরিশোধ করতে তালবাহানা করতে থাকেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সিও এনজিওর কর্মরত ফিল্ড অফিসার তহিদুল জামান লোনীর বাড়িতে ঋণের টাকা আদায় করতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লোন গ্রহণকারী জুনজিরা’র ছেলে হাবিল হোসেন ও কাবিল হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাত জখম করে ওই এনজিও কর্মীকে। রক্তাক্ত জখম এনজিও কর্মী ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বসন্তপুর গ্রামের খাইবার আলীর ছেলে। এ ঘটনায় সিও এনজিওর রামনগর শাখার শাখা ব্যাবস্থাপক আসাদুজামান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামী আটকে ততপর রয়েছে পুলিশ।