জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। চারটি পদে বিভিন্ন গ্রেডে ৪৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নারী-পুরুষ উভয়কেই চাকরি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি।
আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে শুধু অনলাইনে। ২ ডিসেম্বর থেকে শুরু হবে সেই প্রক্রিয়া। চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত। তাহলে এক নজরে দেখে নিন কোন পদে কতজন নিয়োগ পাবেন এবং বেতনই বা কত হবে।
অফিস সহকারী
এই পদে ৩৫ জনকে নেওয়া হবে। তার জন্য আপনাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতন হবে- ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
ছয়জন নিয়োগ পাবেন এই পদে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। বেতন হবে ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
ড্রাইভার
এই পদে চাকরি পাবেন দুজন। তার জন্য আপনাকে অষ্টম শ্রেণি পাস হলেই চলবে। তবে বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বেতন- ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
সুইপার (পরিচ্ছন্নতা কর্মী)
পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। অষ্টম শ্রেণি পাস হলেই চলবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বেতন- ৮,২৫০-২০,০১০/- (গ্রেড-২০)।
আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ ২২৩ টাকা এবং ৪ নং পদের জন্য সার্ভিস চার্জ ১২ টাকাসহ ১১২ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।