চুয়াডাঙ্গা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সম্পাদক

সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে

আভাস নিউ‌জের সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক সাংবা‌দিক শামসু‌জ্জোহা পলা‌শের ছোট মে‌য়ে রুশদা‌নিয়া জাহান ঐশ্বয্য এস.এস.সি পরিক্ষায় জি‌পিএ-৫ পে‌য়ে উ‌ত্তির্ণ হ‌য়ে‌ছে।

 

ঐশ্বয্য য‌শোর বোর্ডের অ‌ধিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গালস্ স্কুল এন্ড ক‌লেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী হি‌সে‌বে এস.এস.সি পরিক্ষায় অংশ নেয়।

 

মেয়ের এ সাফ‌ল্যে ঐশ্বয্যর পিতা সাংবা‌দিক পলাশ বিদ্যাল‌য়ের ও প্রাই‌ভেট শিক্ষক‌দের প্র‌তি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রে‌ছেন।

 

ঐশ্বয্যর উজ্জল ভ‌বিভ্যত কমনা ক‌রে সক‌লের নিকটা দোয়া কামনা ক‌রে‌ছেন দাদী র‌হিমা খাতুন, পিতা সাংবা‌দিক শামসু‌জ্জোহা পলাশ, মা সে‌লিনা খাতুন,  বড় চাচা আভাস নিউ‌জের প্রকাশক সাংবা‌দিক ও ট্যা‌ভেল এ‌জে‌ন্সি ব্যবসা‌য়ি শাহ জালাল বাবু, বড় চা‌চিমা শাহানাজ পারভীন রে‌নি, ফুফু দামুড়হুদা উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও ফুপ্পা অবসরপ্রাপ্ত উপ‌জেলা সমবায় অ‌ফিসার ফ‌সিয়ার রহমানসহ দেশ-বি‌দে‌শে থাকা ঐশ্বয্যর চাচা‌তো ও ফুফা‌তো বোন-দুলাভাইরা।

 

ঐশ্বয্যর এ সাফ‌ল্যে ‘আভাস নিউজ’ পরিবার অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ মঙ্গল কামনা ক‌রে‌ছেন।

Powered by WooCommerce

সম্পাদক

সাংবা‌দিক পলা‌শের মে‌য়ে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে

আপডেটঃ ০৪:২৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

আভাস নিউ‌জের সম্পাদক ও দামুড়হুদা প্রেসক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক সাংবা‌দিক শামসু‌জ্জোহা পলা‌শের ছোট মে‌য়ে রুশদা‌নিয়া জাহান ঐশ্বয্য এস.এস.সি পরিক্ষায় জি‌পিএ-৫ পে‌য়ে উ‌ত্তির্ণ হ‌য়ে‌ছে।

 

ঐশ্বয্য য‌শোর বোর্ডের অ‌ধিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা পাইলট গালস্ স্কুল এন্ড ক‌লেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী হি‌সে‌বে এস.এস.সি পরিক্ষায় অংশ নেয়।

 

মেয়ের এ সাফ‌ল্যে ঐশ্বয্যর পিতা সাংবা‌দিক পলাশ বিদ্যাল‌য়ের ও প্রাই‌ভেট শিক্ষক‌দের প্র‌তি কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রে‌ছেন।

 

ঐশ্বয্যর উজ্জল ভ‌বিভ্যত কমনা ক‌রে সক‌লের নিকটা দোয়া কামনা ক‌রে‌ছেন দাদী র‌হিমা খাতুন, পিতা সাংবা‌দিক শামসু‌জ্জোহা পলাশ, মা সে‌লিনা খাতুন,  বড় চাচা আভাস নিউ‌জের প্রকাশক সাংবা‌দিক ও ট্যা‌ভেল এ‌জে‌ন্সি ব্যবসা‌য়ি শাহ জালাল বাবু, বড় চা‌চিমা শাহানাজ পারভীন রে‌নি, ফুফু দামুড়হুদা উপ‌জেলা প‌রিষ‌দের সা‌বেক ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল ও ফুপ্পা অবসরপ্রাপ্ত উপ‌জেলা সমবায় অ‌ফিসার ফ‌সিয়ার রহমানসহ দেশ-বি‌দে‌শে থাকা ঐশ্বয্যর চাচা‌তো ও ফুফা‌তো বোন-দুলাভাইরা।

 

ঐশ্বয্যর এ সাফ‌ল্যে ‘আভাস নিউজ’ পরিবার অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ মঙ্গল কামনা ক‌রে‌ছেন।