গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পান্থপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালকসহ ঘটনাস্থলে দুজন নিহত হন।
নিহতরা হলেন- ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা আবুল বাশার (৬০) ও কুমিল্লার দাউদকান্দির মেঘনা আলীপুর এলাকার প্রাইভেটকারচালক মো. মিজান (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই গুড়িগুড়ি বৃষ্টির হচ্ছে। এরইমধ্যে সকাল ৭টার দিকে রংপুরগামী একটি প্রাইভেটকার মহাসড়কের গোবিন্দগঞ্জের পান্থাপাড়া পৌঁছালে ঢাকামুখী যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হন। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। বাস ও প্রাইভেটকার থানার নেওয়া হয়েছে।