৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ১৩০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর সুগার মিলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে এক আলোচনা সভা শেষে ডোঙ্গায় আখ দিয়ে মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব ও পরিচালক (অর্থ) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন, জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন আবুলসহ মিলের কর্মকর্তা-কর্মচারী ও আখ চাষিরা।
নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন জানান, গত মাড়াই মৌসুমে ৬৯ হাজার ৮৪৪ মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদান করা হয় ৩ হাজার ২১৪ মেট্রিক টন। এবার ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১৩০ মেট্রিক টন। আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/মোআ)