ঢাকা: প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাজধানী মিরপুর ১৪ নম্বরের একটি চারতলা ভবনে চারতলায় গার্মেন্টস প্রোডাক্টের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে মিরপুর ১৪ নম্বরের একটি চারতলা ভবনে আগুন লাগে।
পরে রাত ১১টা ২১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই ভবনের চারতলায় গার্মেন্টস প্রোডাক্টের গোডাউনে আগুন লেগেছিল। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমএমআই/এএটি